পটনা, 28 জানুয়ারি: "খেলা এখনও বাকি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের পর জেডি(ইউ) দলটাই আর থাকবে না"। এমনই মত আরজেডির অন্যতম শীর্ষ নেতা লালু-পুত্র তেজস্বী যাদবের ৷ রবিবার সন্ধ্যায় বিজেপির সঙ্গে ফের জোট বেঁধে সরকার গড়েছেন জেডি(ইউ) নীতীশ কুমার ৷ নবমবারের জন্য তিনিই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ এরপর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নীতীশ কুমারকে 'ক্লান্ত মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, নীতিশ কুমার বিজেপি সরকারের সঙ্গে থেকে বিহারের জন্য যা করতে পারেননি, গত 17 মাসে তাই হয়েছে।
মহাগঠবন্ধন সরকারের সবথেকে বড় ছিল দল আরজেডি। সেই দলেরই নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ এদিন নীতীশ কুমার প্রসঙ্গে তিনি বলেন, "নীতীশ কুমারকে আগেও শ্রদ্ধা করেছি। আগামিদিনেও করব ৷ কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল বিহারে কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক ৷ এদিকে শোনা যাচ্ছে, আজ নাকি নীতীশ কুমারজি উন্নয়নের সব কৃতিত্ব নিচ্ছেন ৷ আমাদের 79 জন বিধায়ক ৷ আর জেডি(ইউ) দলের বিধায়ক সংখ্যা 45 ৷ আমাদের মন্ত্রীরা ছিলেন, আমাদের কাছে বিভাগগুলো ছিল ৷ তাহলে আমরা উন্নয়নের কৃতিত্ব নেব না কেন ?"