পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নয়া প্রযুক্তিতে নজির গড়ল হ্যাল, প্রথমবার আকাশে উড়ল তেজস এমকে1এ - TEJAS MK1A - TEJAS MK1A

Tejas MK1A: আকাশে উড়ল অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত যুদ্ধবিমান তেজস এমকে1এ ৷ 2021 সালের প্রথম হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় এই যুদ্ধবিমান ব্যবহারের জন্য ৷ সেইমতোই আজ পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল যুদ্ধবিমান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 3:58 PM IST

Updated : Mar 28, 2024, 5:10 PM IST

বেঙ্গালুরু, 28 মার্চ: আকাশে উড়ল অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান তেজস এমকে1এ ৷ বৃহস্পতিবার তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 বেঙ্গালুরুর আকাশে উড়ানো হয়েছে ৷ প্রায় 18 মিনিট ধরে এই বিমানটি আকাশে ওড়ে ৷ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷ পরীক্ষামূলকভাবে তেজসের এই উড়ান সফল হয়েছে ৷

আজ, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সিএমডি সিবি অনন্তকৃষ্ণন এক বিবৃতিতে জানান, 2021 সালের ফেব্রুয়ারিতে একটি চুক্তি সাক্ষর হয়েছিল ৷ সেই চুক্তি অনুয়ায়ী হ্যাল তথা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে অ্ত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান উডানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ সেই মতোই আজ তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 আকাশে উড়ানো হয় ৷ ঐতিহাসিক এই উড়ানের পাইলটের আসেন ছিলেন কে কে ভেনুগোপাল ৷

এই বিবৃতিতে উল্লেখ কার হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানে উন্নত মানের ইলেকট্রনিক্স ব়্যাডার, যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম ও আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ এই নতুন প্রযুক্তিকে বাস্তবায়িত করতে ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও, সিইএমআইএলওসি, ডিজিএকিউএ, এনএসএমই-কে সহযোগিতা করার জন্য স্বাগত জানিয়েছেন ৷

গত বছর অর্থাৎ 8 নভেম্বর সিএসআইআর-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ৷ যেখানে উন্নত প্রযুক্তির তেজস বিমানের কথা উল্লেখ করা হয়েছিল ৷ সেই মতোই আজ সফল হল তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 -এর উড়ান ৷ এই অত্যধুনিক যুদ্ধবিমানে বিএমআই ইঞ্জিন বে ডোর তৈরি করা হয়েছে ৷ যা সমস্তরকম আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে প্রস্তুত ৷

আরও পড়ুন:

  1. প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস
  2. ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির, দেখুন ভিডিয়ো
  3. তেজস তৈরিতে হ্যালকে 36 হাজার কোটি টাকার বরাত মোদি সরকারের
Last Updated : Mar 28, 2024, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details