নয়াদিল্লি, 1 এপ্রিল: জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানায়' পুজো পাঠ চালিয়ে যেতে পারবে হিন্দুরা ৷ মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ বারাণসী আদালত ও এলাহাবাদ হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত ৷
31 জানুয়ারি বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানায়' পুজোর অনুমতি দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে দু’টি আবেদন করেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ 26 ফেব্রুয়ারি সেই আবেদন খারিজ করে দিয়ে জ্ঞানবাপীর 'ব্যাস তেহখানায়' পুজোর নির্দেশ বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট ৷ এরপরেই এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি ৷ শীর্ষ আদালত মুসলিম পক্ষের সেই আবেদন খারিজ করে জ্ঞানবাপী মসজিদের 'ব্যাস তেহখানায়' পুজো চালিয়ে যাওয়ার নির্দেশ বহাল রেখেছে।
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বলেছে, "মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করা উপযুক্ত হবে । অর্থাৎ যারা 'ব্যাস তেহখানায়' পুজো দিতে আসবে তারা দক্ষিণ দিক থেকে এবং নমাজের জন্য আসবে তারা মসজিদে উত্তর দিক থেকে প্রবেশ করবে । স্থিতাবস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ ৷ যাতে উভয় সম্প্রদায় জারি করা শর্তে ধর্মীয় উপাসনা করতে পারে ৷ "