নয়াদিল্লি, 22 জুলাই: কাঁওয়ার যাত্রা নিয়ে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ সরকারের জারি করা নির্দেশে স্থগিত জারি করল সুপ্রিম কোর্ট ৷ সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্যান্যদের দায়ের করা মামলায় এই স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত ৷ কাঁওয়ার যাত্রা রুটে দোকানের বাইরে বিশেষ করে খাবার দোকানের বাইরে দোকান মালিকদের নাম রাখা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছিল যোগী সরকার ৷ তা নিয়েই মামলা দায়ের করেন মহুয়া ৷
মহুয়াদের মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খেল যোগী সরকার - KANWAR YATRA ROW - KANWAR YATRA ROW
KANWAR YATRA ROW: উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের জারি করা নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ কাঁওয়ার যাত্রা রুটে খাবারের দোকানের মালিকদের নাম রাখা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছেিল দুই রাজ্য সরকার ৷ দুই বিচারপতির বেঞ্চ মহুয়া মৈত্র-সহ অন্যান্য আবেদনকারীর দায়ের করা মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে।
![মহুয়াদের মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খেল যোগী সরকার - KANWAR YATRA ROW KANWAR YATRA ROW](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-07-2024/1200-675-22018474-thumbnail-16x9-mahua.jpg)
Published : Jul 22, 2024, 5:14 PM IST
শীর্ষ আদালত এদিন শুনানিতে জানিয়েছে, কাঁওয়ার যাত্রা রুটে খাবারের দোকানদাররা তাদের খাবার রাখতে পারলেও মালিকদের নাম রাখা যাবে না ৷ উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সরকারও একই নির্দেশ জারি করে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ বলেছে, "আমরা উপরোক্ত নির্দেশাবলী (উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার দ্বারা জারি করা) কার্যকর করার উপর নিষেধাজ্ঞা জারি করছি ৷ ধাবা মালিক, দোকান, রেস্তোরাঁ-সহ ফল বিক্রেতাদের কাঁওয়ারিয়াদের জন্য তারা যে ধরণের খাবার পরিবেশন করছে তা প্রদর্শন করতে পারবে। তবে তাদের অবশ্যই সেই প্রতিষ্ঠানে নিযুক্ত মালিক বা কর্মীদের নাম এবং পরিচয় প্রকাশ করতে বাধ্য করা যাবে না ৷”
এর আগে শীর্ষ আদালত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সরকারকে শুক্রবার নোটিশ জারি করেছে। আদালত তিনটি রাজ্য সরকারের জারি করা নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি করে এদিন ৷ পিটিশনকারীদের আইনজীবী যুক্তি দিয়ে জানান, যদি কাঁওয়ারিয়াদের শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহ করার উদ্দেশ্যই হয় তবে নির্দেশটি দেশে প্রচলিত সাংবিধানিক এবং আইনী নিয়মের পরিপন্থী ৷ এই নির্দেশগুলি বৈষম্যমূলক বলেও জানান আইনজীবী।