পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনে লড়বেন ইন্দিরা গান্ধির হত্যাকারী বেয়ন্ত সিংয়ের ছেলে - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Loksabha Election 2024: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে গুলি করা বেয়ন্ত সিং-এর ছেলে ফরিদকোট থেকে নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে অংশ নিতে চলেছেন। 1984 সালের 31 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে তাঁর বাসভবনে গুলি করে হত্যা করেছিলেন তাঁর দুই দেহরক্ষী বেয়ন্ত সিং এবং সতবন্ত সিং ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 11:12 PM IST

Updated : Apr 12, 2024, 2:50 PM IST

ফরিদকোট, 11 এপ্রিল:প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে গুলি করা বেয়ন্ত সিং-এর ছেলে ফরিদকোট থেকে নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে অংশ নিতে চলেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে ফিরদকোট আসন থেকে লড়বেন বেয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং। পঞ্জাবের লোকসভা নির্বাচনে যেখানে বিভিন্ন দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, সেখানে নির্দল প্রার্থীরাও নির্বাচনী মাঠে লড়াই শুরু করেছেন। এবার সেই দলে নাম লেখান সরবজিৎ সিং ৷

এখানে, আম আদমি পার্টি ইতিমধ্যে করমজিৎ আনমোল এবং অন্যদিকে বিজেপি থেকে হংস রাজ হংসকে প্রার্থী করেছে। শুধু তাই নয়, কংগ্রেসের পঞ্জাবি ফোক গায়ক মুহাম্মদ সাদিক সংসদ সদস্য হয়েছেন ৷ তিনি আবারও কংগ্রেসের টিকিটে ফরিদকোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

1984 সালের 31 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে গুলি করে হত্যা করেছিলেন তাঁর দুই দেহরক্ষী বেয়ন্ত সিং এবং সতবন্ত সিং ৷ এই সরবজিৎ সিং হলেন বেয়ন্ত সিংয়ের ছেলে ৷ তবে সরবজিৎ সিং রাজনীতিতে নতুন নন। তিনি এর আগেও বহুবার নির্বাচনী মাঠে ভাগ্য চেষ্টা করেছেন। 2004 সাল থেকে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। 2004 সালে তিনি প্রথমবারের মতো ভাতিন্ডার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ 1 লক্ষ 13 হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু জয় পাননি ৷ 2007 সালে তিনি বার্নালার লোকসভা কেন্দ্র ভাদুর থেকে বিধানসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন ৷ তবে সেবারও হার মানতে হয় ৷ পেয়েছিলেন মাত্র 15 হাজার 702টি ভোট। এরপর 2014 লোকসভা নির্বাচনে ফতেহগড় সাহিব আসন থেকে সংসদে যাওয়ার চেষ্টা করেছিলেন সরবজিৎ ৷ কিন্তু সেবারও ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর ৷

তবে 1989 সালের লোকসভা নির্বাচনে সরবজিত সিংয়ের মা লড়েছিলেন। বেয়ন্ত সিংয়ের স্ত্রী বিমল কৌর রোপার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ 4 লক্ষেরও বেশি ভোট পেয়ে সংসদ হন। বেয়ন্ত সিংয়ের বাবাও 1989 সালে ভাতিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ 3 লাখেরও বেশি ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনিও।

আরও পড়ুন:

Last Updated : Apr 12, 2024, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details