পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুজো দিয়ে ফেরার পথে গাড়িতে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 5 পুণ্যার্থীর - Pilgrims dead in road accident

5 killed in road accident in Latehar: লাতেহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ দেওঘর থেকে ফেরার সময় গাড়িতে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত 5 পুণ্যার্থী ৷ আহতদের চিকিৎসার জন্য বালুমথ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

5 killed in road accident in Latehar
বালুমঠ হাসপাতালে চিকিৎসাধীন পুণ্যার্থী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:19 AM IST

Updated : Aug 1, 2024, 10:33 AM IST

লাতেহার (ঝাড়খণ্ড), 1 অগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে দেওঘর থেকে ফেরা পুণ্যার্থীদের একটি গাড়ি ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে 5 পুণ্যার্থীর ৷ আহত হয়েছেন একাধিক ৷ বৃহস্পতিবার ভোরে ঝাড়খণ্ডের লাতেহার জেলার বালুমথ থানার অন্তর্গত টামটাম টোলার কাছে দুর্ঘটনাটি ঘটে । আহতরা বালুমথ হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, দেওঘরে পুজো দিয়ে গাড়িতে করে বালুমথের মাকিয়াটাণ্ড গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন পুণ্যার্থীরা। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টামটাম টোলার কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে খুঁটি ভেঙে যায় ৷ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় গাড়িটি তড়িতাহত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 5 পুণ্যার্থীর । দুর্ঘটনাস্থল থেকে মাকিয়াটাণ্ডে দূরত্ব প্রায় 8 কিলোমিটার বলে জানা গিয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন রঙ্গিলি কুমারী, অঞ্জলি কুমারী, সবিতা দেবী, শান্তি দেবী এবং চালক দিলীপ ওরাওঁ। আহতরা হলেন হানেশ যাদব, চরকু যাদব, হরিনন্দন যাদব, পরমেশ্বর যাদব, রীনা কুমারী। এদের মধ্যে হনেশ যাদব এবং চরকু যাদবের অবস্থা আশঙ্কা জনক ৷ তাদের রিমসে রেফার করা হয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিরা বালুমাঠ থানা এলাকার মাকিয়াটাণ্ড ও হেমপুর চিতারপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বালুমথ থানা এলাকার মাকিয়াটাণ্ড এবং আশেপাশের গ্রামের বাসিন্দারা একটি গাড়ি রিজার্ভ করে দেওঘরে পুজো দিতে গিয়েছিলেন ৷ পুজো শেষে সকলেই বাড়িতে ফিরছিলেন । সেই সময়েই বালুমথ থানা এলাকার টমটম টোলার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয় ৷ সংঘর্ষের তীব্রতার কারণে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে যায় ৷ গাড়িটি 11,000 ভোল্টের তারের সংস্পর্শে আসে। হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন 4 জন মহিলা ও গাড়ির চালক ৷ দুর্ঘটনাস্থলেই এঁদের মৃ্ত্যু হয়।

বালুমথের ডিএসপি আশুতোষ সত্যম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে যায় পুলিশ ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার সদর হাসপাতালে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান সারারাত গাড়ি চালানোর কারণে চালক ঘুমিয়ে পড়েছেন, সে কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

Last Updated : Aug 1, 2024, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details