পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু 11 জনের - massive fire breaks out

Delhi Fire: বৃহস্পতিবার বিকেলে একটি রঙের কারখানা এবং একটি রাসায়নিক পদার্থ মজুত রাখা গুদামে আগুন লাগে ৷ মুহূর্তে তা বিধ্বংসী রূপ নেয় ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের ৷ আহত আরও চার জন ৷

ETV Bharat
দিল্লিতে রঙের কারখানায় আগুন লেগে মৃত 11

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 7:34 AM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ৷ পুলিশ জানিয়েছে, দিল্লির শহরতলি এলাকায় আলিপুরের দয়ালপুর মার্কেটে একটি রঙের কারখানায় আগুন লেগে যায় ৷ আর তাতেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ আহত 4 জন ৷ তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মীও ৷ উদ্ধারকার্য চালাতে গিয়ে তিনি জখম হন ৷ ওই ফ্যাক্টরি চত্বর থেকেই পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করা হয় ৷

দমকল দফতর থেকে জানানো হয়েছে, রঙের কারখানা এবং রাসায়নিক পদার্থের গুদামে আগুন লেগেছিল ৷ এর ফলে 11 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 4 জন ৷ মৃতদের বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷

দিল্লির দমকল পরিষেবা সূত্রে জানা গিয়েছে, বিকেল 5.25 মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 22টি গাড়ি ৷ পুলিশ জানিয়েছে, আগুনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছিল ৷ ওই কারখানায় মজুত করা রাসায়নিকের জন্যই বিস্ফোরণ হচ্ছিল বলে মনে করা হচ্ছে ৷

এদিকে বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল ৷ ওই কারখানার কাছাকাছি থাকা বাড়ি, দোকানেও আগুন লেগে যায় ৷ জখম ব্যক্তিদের কয়েকজন সেখানে ছিলেন ৷ দমকলবাহিনীর এক আধিকারিক জানান, রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তারপর শুরু হয় কুলিং প্রসেস ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, কারখানার অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ খোঁজ চলছে ৷ এর জন্য দলও তৈরি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details