মুম্বই, 20 এপ্রিল:শপিংমলের শৌচালয়ের ভিতরে ঢুকে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি ও তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ ৷ গ্রেফতার 31 বছর বয়সি নিরাপত্তারক্ষী ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আজাদ ময়দান থানা এলাকার একটি শপিংমলে ৷ অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করা হয় ৷ বিচারক তাঁকে 23 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আজাদ ময়দান থানার এক পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে 7টার দিকে ওই মহিলা আইনজীবী শপিংমলের শৌচালয়ে গিয়েছিলেন । যখন তিনি শৌচালয়ে প্রবেশ করেন তখন অভিযুক্তকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি মহিলাদের শৌচালয়ে কী করছেন । অভিযোগ, তাঁর কথার জবাব না-দিয়ে অভিযুক্ত মহিলাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন । তারপরে তিনি মহিলার শ্লীলতাহানি করেন এবং যখন মহিলা সাহায্যের জন্য চিৎকার করেন তখন যুবক তাঁকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন বলেও অভিযোগ