নয়াদিল্লি, 21 মার্চ: নির্বাচন কমিশন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ 2023 সালের নির্বাচন কমিশন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে ৷ এই মামলাগুলির শুনানিতে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কেন্দ্রে বিজেপি সরকারকে ছ'সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ ফেব্রুয়ারিতে এক নির্বাচন কমিশনার অবসর নেন ৷
নতুন দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর নিয়োগে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল ৷ এদিন সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ তবে যে দ্রুততার সঙ্গে এই দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত ৷ এই প্রসঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, তারা ওই দুই নির্বাচন কমিশনারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে না ৷ কিন্তু যে প্রক্রিয়ায় দুই কমিশনারকে নির্বাচন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আর মার্চে আরেক কমিশনার ইস্তফা দেন ৷ 9 তারিখে অরুণ গোয়েলের ইস্তফা দেওয়ার 4 দিনের মাথায় দু'জন নির্বাচন কমিশনার নিয়োগ সম্পন্ন হয় ৷
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থেকে একজন কমিশনার অবসর নেন এবং আরেকজন হঠাৎ ইস্তফা দেন ৷ এর ফলে কমিশনে দু'টি শূন্য পদ তৈরি হয় ৷ তাই মার্চের মাঝামাঝি খুব দ্রুত দু'জন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় ৷ নির্বাচন কমিশনার অনুপ চন্দ অবসর নেন ফেব্রুয়ারি মাসে ৷ এদিকে আরেক কমিশনার অরুণ গোয়েল মার্চের প্রথম সপ্তাহে 9 তারিখে আচমকা ইস্তফা দেন ৷ এরপর তড়িঘড়ি কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ৷