পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমিশনার নিয়োগ নিয়ে 'সুপ্রিম' প্রশ্নের মুখে কেন্দ্র, 6 সপ্তাহের মধ্যে জবাবের নির্দেশ - SC on Election Commission - SC ON ELECTION COMMISSION

Supreme Court on Election Commission Act: দু'জন নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ৷ কীভাবে এত দ্রুত নিয়োগ, এই প্রশ্ন ছুড়েই কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ।

ETV Bharat
সুপ্রিম কোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 12:37 PM IST

Updated : Mar 21, 2024, 1:00 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: নির্বাচন কমিশন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ৷ 2023 সালের নির্বাচন কমিশন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে ৷ এই মামলাগুলির শুনানিতে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কেন্দ্রে বিজেপি সরকারকে ছ'সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ ফেব্রুয়ারিতে এক নির্বাচন কমিশনার অবসর নেন ৷

নতুন দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর নিয়োগে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল ৷ এদিন সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ তবে যে দ্রুততার সঙ্গে এই দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত ৷ এই প্রসঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, তারা ওই দুই নির্বাচন কমিশনারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে না ৷ কিন্তু যে প্রক্রিয়ায় দুই কমিশনারকে নির্বাচন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আর মার্চে আরেক কমিশনার ইস্তফা দেন ৷ 9 তারিখে অরুণ গোয়েলের ইস্তফা দেওয়ার 4 দিনের মাথায় দু'জন নির্বাচন কমিশনার নিয়োগ সম্পন্ন হয় ৷

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থেকে একজন কমিশনার অবসর নেন এবং আরেকজন হঠাৎ ইস্তফা দেন ৷ এর ফলে কমিশনে দু'টি শূন্য পদ তৈরি হয় ৷ তাই মার্চের মাঝামাঝি খুব দ্রুত দু'জন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় ৷ নির্বাচন কমিশনার অনুপ চন্দ অবসর নেন ফেব্রুয়ারি মাসে ৷ এদিকে আরেক কমিশনার অরুণ গোয়েল মার্চের প্রথম সপ্তাহে 9 তারিখে আচমকা ইস্তফা দেন ৷ এরপর তড়িঘড়ি কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ৷

কমিশনার নিয়োগ কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার এক সদস্য এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ছিলেন ৷ 14 মার্চ কমিটির সদস্য কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী নতুন দুই নির্বাচন কমিশনার- জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর নাম ঘোষণা করেন ৷

দুই নির্বাচন কমিশনা নিয়োগের বৈঠক সম্বন্ধে অধীর চৌধুরী বলেন, "তাদের (বিজেপি সরকার) সংখ্যাগরিষ্ঠতা রয়েছে (নির্বাচন কমিশনার নিয়োগকারী কমিটিতে) ৷ এর আগে তারা আমায় 212টি নাম দিয়েছিল ৷ কিন্তু নিয়োগের 10 মিনিট আগে তারা আবার আমাকে মাত্র ছয়টি নাম দেয় ।" ছ’টি নাম হল- উৎপল কুমার সিং, প্রদীপ কুমার ত্রিপাঠী, জ্ঞানেশ কুমার, ইন্দেবর পাণ্ডে, সুখবীর সিং সান্ধু, সুধীর কুমার গঙ্গাধর রাহাতে ৷

আরও পড়ুন:

  1. ডিজি বদলের পর রাজ্যের চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  3. নির্বাচনী বন্ড নিয়ে সোশাল চর্চা মোকাবিলায় আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত: সিজেআই
Last Updated : Mar 21, 2024, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details