পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তৈরি করা জটিল কাজ, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল এসবিআই

SBI on Decoding Electoral Bonds: নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে 6 মার্চের মধ্যে জমা দিতে এসবিআই-কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু এই নিয়ে আরও সময় চায় এসবিআই ৷ এই নিয়ে তারা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে ৷

SBI on Decoding Electoral Bonds
SBI on Decoding Electoral Bonds

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 3:15 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ভারতের নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার সময় বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে । আদালতের কাছে তাদের আরজি আগামী 30 জুন পর্যন্ত সময় দেওয়া হোক ৷

সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ গত 15 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলে রায় দেয় ৷ সেই সঙ্গে এসবিআই-কে নির্দেশ দিয়েছিল যে 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ সেই সময়সীমা বৃদ্ধির আরজি নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ৷

এসবিআই তার আবেদনে জানিয়েছে যে নির্বাচনী বন্ড কারা কিনছে, তাদের পরিচয় গোপন রাখতে বলা হয়েছিল ৷ সেই গোপনীয়তা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয় ৷ যার ফলে পুরো তথ্য ‘ডিকোডিং’ বা ক্রেতার সঙ্গে বন্ড মিলিয়ে দেখার কাজ খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে ৷ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক আরও জানিয়েছে যে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের সময় দিয়েছিল ৷ সেই সময় এই কাজের জন্য যথেষ্ট নয় ৷ তাই সময়সীমা বৃদ্ধি করা হোক ৷

এসবিআই-এর আবেদনে আরও বলা হয়েছে যে 2019 সালের 12 এপ্রিল সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল, সেই আদেশের দিন থেকে 15 ফেব্রুয়ারি রায়দান পর্যন্ত নির্বাচনী বন্ড বিক্রির সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ এই সময়ের মধ্যে 22 হাজার 217টি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে ৷ সেগুলি মুখবন্ধ খামে মুম্বইয়ে সংস্থার প্রধান কার্যালয়ে রাখা আছে ৷ সেগুলি দু’রকমভাবে রাখা আছে ৷ ফলে এর সংখ্যা দাঁড়াচ্ছে 44 হাজার 434 ৷ সেই কারণে ‘ডিকোড’ করতে সময় বেশি লাগবে ৷

এসবিআই আরও জানিয়েছে যে সারা দেশের 29টি অনুমোদিত শাখায় থাকা অ্যাকাউন্টেই নির্বাচনী বন্ড ভাঙিয়েছে প্রতিটি রাজনৈতিক দল ৷ তার পর সেই সংক্রান্ত সমস্ত তথ্য মুম্বইয়ে প্রধান শাখায় রাখা হয়েছে ৷ সেই কারণেই দু’দফায় এই তথ্য় রয়েছে ৷ সবটা মিলিয়ে দেখতে হবে ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  2. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  3. 'নির্বাচনী বন্ড বাতিলে বৃহত্তর ক্ষেত্রে স্বচ্ছতা আসবে', সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বার্তা অমর্ত্য সেনের

ABOUT THE AUTHOR

...view details