নয়াদিল্লি, 5 মার্চ: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ভারতের নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার সময় বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে । আদালতের কাছে তাদের আরজি আগামী 30 জুন পর্যন্ত সময় দেওয়া হোক ৷
সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ গত 15 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলে রায় দেয় ৷ সেই সঙ্গে এসবিআই-কে নির্দেশ দিয়েছিল যে 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ সেই সময়সীমা বৃদ্ধির আরজি নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ৷
এসবিআই তার আবেদনে জানিয়েছে যে নির্বাচনী বন্ড কারা কিনছে, তাদের পরিচয় গোপন রাখতে বলা হয়েছিল ৷ সেই গোপনীয়তা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয় ৷ যার ফলে পুরো তথ্য ‘ডিকোডিং’ বা ক্রেতার সঙ্গে বন্ড মিলিয়ে দেখার কাজ খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে ৷ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক আরও জানিয়েছে যে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের সময় দিয়েছিল ৷ সেই সময় এই কাজের জন্য যথেষ্ট নয় ৷ তাই সময়সীমা বৃদ্ধি করা হোক ৷