নাগপুর, 12 অক্টোবর: আরজি কর ইস্যুতে এবার আরএসএস প্রধান মোহন ভগবতের নিশানায় রাজ্যের শাসকদল এবং রাজ্য সরকার ৷ এই ঘটনা নিয়ে অপসংস্কৃতির সঙ্গে অপরাধ ও রাজনীতির যোগসাজশের অভিযোগ করলেন তিনি ৷ শনিবার নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দা করলেন সংঘ প্রধান ৷
আরজি কর-কাণ্ডের ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন মোহন ভগবত ৷ তিনি অভিযোগ করেছেন, পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছে আরজি করের ঘটনায় ৷ তিনি বলেন, "ঘটনা ঘটার পরেও, তা ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের আড়াল করা হয়েছে ৷ যে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে অপরাধ এবং রাজনীতি জোট বেঁধেছে ৷ এটা তারই পরিণাম ৷"
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট এবং পরবর্তী সময়ে অপরাধের স্থান বদলের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে ৷ যেখানে সরাসরি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নাম উঠে এসেছে ৷ পরবর্তীতে সিবিআই এই দু’জনকে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতারও করেছে ৷