মুম্বই, 10 অক্টোবর:কিংবদন্তি শিল্পপতি রতন টাটার প্রয়াণে ভারাক্রান্ত উৎসবের মরশুম ৷ তাঁর জীবনাবসানে শোকাহত গোটা দেশ ৷ শোকের ছায়া শিল্প ও বাণিজ্য মহলেও ৷
রতন নভল টাটার প্রয়াণে শোক প্রকাশ করেছেন আরআইএল চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তাঁর মতে, ভারতের সবচেয়ে খ্যাতিমান এবং সহৃদয় পুত্রদের মধ্যে অন্যতম রতন টাটা । আম্বানি ছাড়াও, বিলিয়নেয়ার গৌতম আদানি থেকে শুরু করে অটো ইন্ডাস্ট্রি টাইকুন আনন্দ মাহিন্দ্রা ও গুগলের সিইও সুন্দর পিচাই-সহ অন্যান্যরা রতন টাটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
মুকেশ আম্বানি তাঁর শোক বার্তায় লিখেছেন, "এটি ভারত এবং ভারতের শিল্প মহলের জন্য একটি অত্যন্ত দুঃখের দিন । রতন টাটার প্রয়াণ শুধু টাটা গ্রুপের জন্য নয়, প্রতিটি ভারতীয়ের জন্য একটি বড় ক্ষতি । ব্যক্তিগত পর্যায়ে, রতন টাটার মৃত্যু আমাকে গভীর শোকে পূর্ণ করেছে, কারণ আমি একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি ।"
রতন টাটার সঙ্গে বহুবার আলাপচারিতা তাঁকে 'অনুপ্রাণিত এবং উৎসাহিত' করত বলে স্মৃতিচারণ করেন আম্বানি ৷ তিনি বলেন যে, রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতি এবং জনহিতৈষী মানুষ ছিলেন, যিনি সর্বদা সমাজের বৃহত্তর ভালোর জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন । আম্বানির কথায়, "রতন টাটার সঙ্গে কথোপকথনের ফলে তাঁর চরিত্রের আভিজাত্য ও সূক্ষ্ম মানবিক মূল্যবোধের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছে ৷"
একটি বিবৃতিতে আম্বানি লেখেন, "মি. রতন টাটার প্রয়াণে ভারত তার সবচেয়ে খ্যাতিমান এবং সহৃদয় পুত্রদের মধ্যে একজনকে হারিয়েছে । মি. টাটা ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন এবং বিশ্বের সেরাটি ভারতে নিয়ে এসেছেন । তিনি টাটা হাউসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন । তিনি 1991 সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে টাটা গোষ্ঠীর 70 গুণেরও বেশি বৃদ্ধি এনে একে আন্তর্জাতিক এন্টারপ্রাইজে পরিণত করেছেন ৷ রতন, তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে ।"
বিলিয়নেয়ার গৌতম আদানির মতে, ভারত একজন স্বপ্নদর্শীকে হারিয়েছে, যিনি আধুনিক ভারতের পথকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন । নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আদানি লেখেন, "রতন টাটা শুধু একজন ব্যবসায়ী নেতা ছিলেন না - তিনি সততা, সহানুভূতি এবং বৃহত্তর ভালোর প্রতি অটল প্রতিশ্রুতি দিয়ে ভারতের চেতনাকে মূর্ত করেছিলেন । তাঁর মতো কিংবদন্তিরা কখনওই ম্লান হয় না । ওম শান্তি ৷"
রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আর এক শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ৷ তিনি বলেন, ভারতের অর্থনীতি একটি ঐতিহাসিক উত্থানের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং টাটার জীবন ও কাজ আমাদের এই অবস্থানে থাকার জন্য অনেক কিছু করেছে ৷ মাহিন্দ্রার কথায়, "অতএব, এই সময়ে তাঁর পরামর্শ এবং নির্দেশনা অমূল্য হত ৷ তিনি চলে যাওয়ায়, আমরা যা করতে পারি তা হল তাঁর উদাহরণ অনুকরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া ।" নিজের এক্স হ্যান্ডেলে রতন টাটাকে বিদায় জানিয়ে মাহিন্দ্রা লেখেন, "বিদায় মি. টাটা ৷ আপনাকে ভোলা যাবে না । কারণ কিংবদন্তিদের কখনও মৃত্যু হয় না ।"
গুগলের ভারতীয় বংশোদ্ভূত সিইও সুন্দর পিচাই রতন টাটার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে এক্স-এ লিখেছেন, প্রবীণ এই শিল্পপতি ভারতকে আরও উন্নত করার বিষয়ে সচেষ্ট ছিলেন । তিনি একটি অসাধারণ ব্যবসা এবং জনহিতকর উত্তরাধিকার রেখে গিয়েছেন এবং ভারতে আধুনিক ব্যবসায়িক নেতৃত্বের পরামর্শদান এবং বিকাশে সহায়ক ছিলেন । তিনি ভারতকে আরও ভালো করার বিষয়ে গভীরভাবে যত্নশীল ছিলেন ৷ রতন টাটার সঙ্গে তাঁর শেষ সাক্ষাৎ হয়েছিল গুগলের অফিসে ৷ সেকথা স্মরণ করে পিচাই বলেন, তাঁরা স্ব-চালিত গাড়ি ওয়েমোর অগ্রগতি নিয়ে আলোচনা করেছিলেন ৷
আরপিজি এন্টারপ্রাইজের হর্ষ গোয়েঙ্কা রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করে বলেছেন, "টাইটানের মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা টিক টিক করে বন্ধ হয়ে গিয়েছে । টাটা ছিলেন সততা, নৈতিক নেতৃত্ব এবং পরোপকারের আলোকবর্তিকা, যিনি ব্যবসার জগতে এবং এর বাইরেও একটি অমোঘ ছাপ রেখে গিয়েছেন । তিনি আমাদের স্মৃতিতে চিরকালের জন্য শীর্ষ স্থানে থাকবেন ৷"
প্রবীণ ব্যাঙ্কার উদয় কোটকের কথায়, টাটা ভারতকে গর্বিত করেছেন এবং তাঁর উত্তরাধিকার উত্তরসূরিতে রয়ে গিয়েছে । বায়োকনের এক্সিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার সাউ, টাটার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে বলেন, রতন টাটা ছিলেন একজন মহান মানুষ, তাঁর ছিল মহান হৃদয় ৷
উল্লেখ্য, বুধবার রাত 11.30টায় মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর ৷