নয়াদিল্লি, 1 জুলাই: 'হিন্দু ধর্ম' নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ পালটা কটাক্ষ ধেয়ে এসেছে ট্রেজারি বেঞ্চ থেকেও ৷ রাহুলের মন্তব্যের পালটা দিতে গিয়ে 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার কথা সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকী রাহুলকে আক্রমণ করতে এদিন আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
সোমবার লোকসভায় বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে হিন্দু ধর্মের প্রসঙ্গ তুলে আনেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, যারা নিজেদের হিন্দু বলে, তারা নিজেরাই চব্বিশ ঘন্টা হিংসা ও ঘৃণায় নিয়োজিত থাকে ৷ আর রাহুলের এই মন্তব্যের পরই ব্যাপক প্রতিবাদে সোচ্চার হয় সরকার পক্ষ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ট্রেজারি বেঞ্চের সদস্যরা রীতিমতো তীব্র আক্রমণ করেন কংগ্রেস-সহ বিরোধীদের ৷
খোদ প্রধানমন্ত্রী মোদি বলেন, "সমগ্র হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা খুবই গুরুতর বিষয় ৷" পালটা জবাব দিয়েছেন রাহুলও ৷ তাঁর দাবি, তিনি বিজেপি সম্পর্কেই এই কথা বলছেন। রাহুল যোগ করেছেন, "বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বা মোদিকে নিয়ে সমগ্র হিন্দু সমাজ নয়।" বিরোধী দলনেতা লোকসভায় ভগবান শিবের একটি ছবিও দেখিয়েছেন ৷ ছবি হাতে নিয়েই তিনি জানান, নির্ভীকতা এবং অহিংসার শিক্ষাই দেয় হিন্দু ধর্ম ৷ এর সঙ্গেই তিনি অন্যান্য ধর্মের শিক্ষারও উল্লেখ করেছেন।