নয়াদিল্লি, 25 জুন: অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি ৷ মঙ্গলবার সন্ধ্যায় 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক করে ৷ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ৷ এনিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
তিনি বলেন, "রাহুল গান্ধিকে লোকসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন (সোনিয়া) প্রো-টেম স্পিকার ভর্তৃহরি মহতাবের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছেন ৷" তিনি আরও জানান, অন্য নিয়োগগুলির বিষয়ে পরে জানানো হবে ৷
বিগত 10 বছর লোকসভার বিরোধী দলনেতার পদটি শূন্য ছিল ৷ 2024 সালের নির্বাচনে বিরোধী দল হিসেবে কংগ্রেসই সবচেয়ে বেশি 99টি আসনে জয়ী হয়েছে ৷ এর ফলে দশ বছর বাদে লোকসভায় বিরোধী দলের আসনটি অর্জন করল কংগ্রেস ৷ 2014 এবং 2019 সালের নির্বাচনে কংগ্রেস যে আসন সংখ্যা পেয়েছিল, তাতে বিরোধী দল হতে পারেনি ৷
কংগ্রেস সভাপতি বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "কংগ্রেস সভাপতি হিসেবে আমি আত্মবিশ্বাসী, যে নেতা দেশের কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মহারাষ্ট্র পদযাত্রা করেছেন, তিনি দেশের মানুষের জন্য তাঁর আওয়াজ তুলবেন, বিশেষত প্রান্তিক এবং গরিবদের জন্য ৷"
রাহুল গান্ধি এবার কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন ৷ দু'টি আসন থেকেই তিনি 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন ৷ গতকালই তিনি ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দিয়েছেন ৷ এই কেন্দ্রে উপ-নির্বাচনে প্রার্থী হবেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
মঙ্গলবারই রাহুল রায়বরেলির সাংসদ হিসেবে শপথ নিয়েছেন ৷ তাঁর হাতে ধরা ছিল লাল রঙের সংবিধান ৷ এদিকে 49 বছর আগে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন 1975 সালের এই দিনে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল ৷ এনিয়ে প্রায় পাঁচ দশক পরেও কংগ্রেসের কড়া সমালোচনা করেছে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ৷
আগামিকাল, 26 জুন লোকসভায় অধ্যক্ষ পদে নির্বাচন হবে ৷ সম্মুখ সমরে ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ এবং এনডিএ-র ওম বিড়লা ৷ লোকসভার অধ্যক্ষ কে হবেন ? এনিয়ে 'ইন্ডিয়া' জোট এবং এনডিএ শিবিরের মধ্যে বারবার বৈঠক করেও জট কাটেনি ৷
সাধারণত কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলের সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষকে নির্বাচিত করা হয় ৷ তবে এবার তা সম্ভব হয়ে ওঠেনি ৷ অধ্যক্ষ নির্বাচন করা নিয়ে দুই বিরোধী শিবিরের মধ্য়ে দ্বন্দ্ব চলছে ৷ এদিকে 'ইন্ডিয়া' জোট ডেপুটি স্পিকার বা সহ-অধ্যক্ষ পদপ্রার্থীকে নির্বাচিত করার দাবি জানিয়েছে, যা মেনে নেয়নি এনডিএ শিবির ৷ এরই মধ্যে নির্বাচনের মাধ্যমে অধ্যক্ষ বাছাই করা হবে 26 জুন ৷ এদিন দলের সব সাংসদকে লোকসভায় হাজিরার কথা জানিয়ে হুইপ জারি করেছেন চিফ হুইপ কে সুরেশ, যিনি 'ইন্ডিয়া' জোটের লোকসভার অধ্যক্ষ পদপ্রার্থী ৷