নয়াদিল্লি, 23 মে: ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে শেষ দিনের প্রচারে জনসংযোগ বাড়াতে দিল্লি মেট্রোয় সফর করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার ৷ এই সফর ঘিরে উৎসাহ ধরা পড়ে যাত্রীদের মধ্যে ৷
দেশজুড়ে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ আগামী শনিবার, 25 মে । ষষ্ঠ দফায় যেখানে ভোটগ্রহণ, সেই সব এলাকায় আজ বিকাল 5টায় শেষ নির্বাচনী প্রচার । তাই বৃহস্পতিবার শেষ প্রচারে জোয়ার এনেছে সব দলই ৷ পূর্ণ শক্তি দিয়ে দিনভর প্রচারে ব্যস্ত থাকেন নেতানেত্রীরা ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি দিল্লির উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে জনসভায় ভাষণ দেন । এছাড়াও, জনসংযোগ বাড়াতে এ দিন দিল্লি মেট্রোতে সফর করেন রাহুল ৷ তাঁকে ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷
সোশাল মিডিয়া অ্যাকাউন্ট 'এক্স'-এ তাঁর মেট্রো সফরের অনেক ছবি শেয়ার করেছেন রাহুল গান্ধি । ক্যাপশনে লিখেছেন, "দিল্লির প্রিয়জনদের সঙ্গে মেট্রো যাত্রা । সহযাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ-খবর নিয়েছি - দিল্লিতে আমাদের মেট্রো নির্মাণের উদ্যোগটি জনসাধারণের জন্য এতটা সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে যে, দেখে আমি আনন্দিত বোধ করছি ।"
রাহুল গান্ধি মেট্রোতে সফরের সময় সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, মেটান সেলফি আবদার ৷ এ দিন উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের সমর্থনে দিলশাদ গার্ডেনে একটি সমাবেশ করেন রাহুল ৷ এর পর মঙ্গলপুরীতে সমাবেশে যাওয়ার সময় কংগ্রেস নেতা মেট্রোতে সফর করেন । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কানহাইয়া কুমারও ।