হায়দরাবাদ, 6 ডিসেম্বর:অভিনেতাকে দেখতে ভক্তদের হুড়োহুড়ির ফলে পদদলিত হয়ে হায়দরাবাদে প্রাণ গেল এক মহিলার ৷ আর এই ঘটনায় অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুষ্পা 2 প্রিমিয়ারে মৃত্যু:
By PTI
Published : Dec 6, 2024, 9:20 AM IST
হায়দরাবাদ, 6 ডিসেম্বর:অভিনেতাকে দেখতে ভক্তদের হুড়োহুড়ির ফলে পদদলিত হয়ে হায়দরাবাদে প্রাণ গেল এক মহিলার ৷ আর এই ঘটনায় অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুষ্পা 2 প্রিমিয়ারে মৃত্যু:
আল্লু অর্জুনের নতুন ছবি পুষ্পা 2: দ্য রুল 5 ডিসেম্বর মুক্তির আগে 4 ডিসেম্বর সন্ধ্যায় প্রিমিয়ার হয়েছিল। আল্লু অর্জুন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না এবং ছবির টিম ভক্তদের সঙ্গে ছবিটির প্রিমিয়ার শো দেখতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পৌঁছেছিলেন ৷ কিন্তু, এই সময়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সুপারস্টার আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ এই হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে এক মহিলার পদদলিত হয়ে মৃত্যু হয় ৷ মৃত মহিলার ছোট ছেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর পরই আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে:
থিয়েটারে পদদলিত হওয়ার জন্য আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে এবং তার ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশ অভিযোগ করেছে যে অভিনেতা পুলিশকে আগে না জানিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন, যার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। অতিরিক্ত নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার ব্যবস্থা না করার জন্য থিয়েটার ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যদের বিরুদ্ধে অভিনেতার সর্বশেষ ছবি 'পুষ্পা 2: দ্য রুল'-এর প্রিমিয়ার শো চলাকালীন এখানে একটি সিনেমা হলে ভিড় ঠেলে শ্বাসরোধে এক মহিলার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷