নয়াদিল্লি, 27 জুন: আসন্ন বাজেটে বহু ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তও নেওয়া হবে ৷ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, আগামী অধিবেশনে বাজেট পেশ করা হবে ৷ তিনি বলেন, "বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সামাজিক দিক দিয়েও সেগুলি মূল্যবান ৷ একাধিক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে ৷ মানুষের আকাঙ্ক্ষা পূরণে দ্রুতগতিতে সংস্কার করা হবে ৷"
এদিন বক্তৃতায় আগাগোড়া তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করেন ৷ রাষ্ট্রপতি জানান, তাঁর সরকার বিশ্বাস করে যে, রাজ্যগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকবে ৷ রাষ্ট্রপতি মুর্মু বলেন, "এটা প্রতিযোগিতামূলক-সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মূল কথা ৷"