নয়াদিল্লি, 23 জানুয়ারি:নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালিত হয় পরাক্রম দিবস হিসেবে ৷ এদিন এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর 127তম জন্ম দিবস উপলক্ষ্যে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ 2021 সালে কেন্দ্র সরকার 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে৷
এদিন টুইটারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান দেশ প্রেমিকের অবদানের কোনও শেষ নেই ৷ তা ভাষায় প্রকাশ করা যাবে না ৷ এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার শ্রদ্ধা অটুট ৷ তিনি আরও উল্লেখ করেন, ইংরেজ উপনিবেশিকদরে বিরুদ্ধে তাঁর লড়াই সকলের দেশবাসীর মনে সাহস জুগিয়ে ছিল ৷ নেতাজিকে পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন। তাঁর জন্ম বার্ষিকি পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷"
রাষ্ট্রপতির করা এই পোস্টেই নেতাজিকে নিয়ে মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তিনি লেখেন, "এই স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ তিনি ছিলেন একজম সাহসী নেতা ৷ তাই তাঁর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় ৷ ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অদম্য চেতনা এবং অটল অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন দেশবাসীকে ৷" তাঁর বাণী তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ৷ যার অর্থ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে বীরদের ৷ অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে ৷ এমনটাই এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি ৷
মহান দেশ প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে টুইট করেন ৷ লেখেন, "পরক্রম দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা। আজ তাঁর জয়ন্তীতে, আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন ও সাহসিকতাকে সম্মান জানাই। আমাদের দেশের স্বাধীনতার প্রতি তার অটল উৎসর্গ অনুপ্রেরণা জোগায়।" রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি ছবি পোস্ট করে এই মহান দেশ প্রেমিকের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছন ৷
আরও পড়ুন:
- হিংসা ছড়াতেই সংহতি মিছিল, মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
- 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
- ঠান্ডায় কাঁপছে বাংলা, মঙ্গলে মরশুমের শীতলতম দিন