গ্যাংটক, 2 জুন: ফের সিকিমের মসনদে বসতে চলেছেন প্রেম সিং তামাং ৷ অন্যদিকে ছোট্ট পাহাড়ি রাজ্যটিতে কার্যত হোয়াইট ওয়াশ হয়ে গেল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ। 2024 বিধানসভা নির্বাচনে 32টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছে পবন চামলিংয়ের দল । 2019 লোকসভা নির্বাচনে 32টির মধ্যে 15টি আসন পেয়েছিলেন পবন চামলিং । 17টি আসনে জয় পেয়ে সিকিমে পরিবর্তন এনেছিল পিসি গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম। কিন্তু এ বারের নির্বাচনে প্রেম সিং তামাংয়ের কাছে যে এভাবে পর্যুদস্ত হতে হবে, সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি চামলিং ।
নিজের জয় নিশ্চিত করতে পবন চামলিং এবং প্রেম সিং তামাং দুজনেই দুটো করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সেই জায়গায় বর্তমান মুখ্যমন্ত্রী দুটো আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছেন ৷ সে জায়গায় পবন চামলিং দুটো আসনেই ঠিক ততটা ব্যবধানে পরাজিত হয়েছেন । একইভাবে পরাজিত হয়েছেন ফুটবল আইকন তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও । বলতে গেলে এবারের পরাজয় কোমর ভেঙে দিল এসডিএফের । অন্যদিকে বিজেপি এখানে আলাদাভাবে লড়লেও বিশেষ দাঁত ফোটাতে পারেনি ৷ তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটেরই শরিক প্রেম সিং তামাংয়ের দল ৷ এছাড়াও এ বারের ভোটে ওয়াশ আউট হয়েছে সিটিজেন অ্যাকশন পার্টিও । তারা খাতাই খুলতে পারেনি বিধানসভা ভোটে ।
সিকিমের ৭ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রেম সিং তামাং (নিজস্ব ছবি) আরও পড়ুন:উত্তর-পূর্ব ভারতে গেরুয়া ঝড়, সিকিম-অরুণাচলে ভরাডুবি কংগ্রেসের
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং নামচেবুঙ্গ ও পোকলোক কামরাঙ্গ বিধানসভা আসনে প্রতিদ্বন্দিতা করেছিলেন । নামচেবুঙ্গ আসনে চামলিং এসকেএমের রাজু বাসনেটের কাছে 2256 ভোটে ও পোকলোক কামরাঙ্গ আসনে 3063 ভোটে এসকেমের ভোজরাজ রাইয়ের কাছে পরাজিত হন । অন্যদিকে, বাইচুং ভুটিয়া এসডিএফের হয়ে বারফুঙ্গ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সেই আসনে তিনি রিকসেল দর্জি ভুটিয়ার কাছে 4346 ভোটে পরাজিত হন । এ দিকে বর্তমান মুখ্যমন্ত্রী রেহনক ও সোরেঙ্গ চাকুঙ্গ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সোরেঙ্গ চাকুঙ্গ আসনে এসডিএফের এ ডি সুব্বাকে 7396টি ভোটে ও রেহনক আসনে এসডিএফের সোমনাথ পৌডিয়ালকে 7044 ভোটে পরাজিত করেছেন তিনি ।
একইভাবে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের স্ত্রী এসকেমের হয়ে নামচি সিঙ্গিথাঙ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সেই আসনে তিনি এসডিএফের বিমল রাইকে 5302 ভোটে পরাজিত করেছেন । একমাত্র সিয়ারি আসনটিতে জয় পেয়েছে চামলিংয়ের এসডিএফ । সেই আসনে এসকেএমের কুঙ্গনা নিমা লেপচাকে 1314 ভোটে পরাজিত করেছেন এসডিএফের তেনজিং নোরবু নামথা । মোট ভোটের 58.38 শতাংশ পেয়েছে এসকেএম, এসডিএফ পেয়েছে 27.37 শতাংশ ।
দল অনুযায়ী সিকিমে ভোটের হার (নিজস্ব ছবি) 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিও না পেয়ে বিজেপি পেয়েছে 5.18 শতাংশ ভোট, 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস পেয়েছে 0.32 শতাংশ ভোট, সিকিম সিটিজেন অ্যাকশন পার্টি পেয়েছে 7.77 শতাংশ এবং নোটায় পড়েছে 9.99 শতাংশ ভোট । জানা রবিবার বিকেলেই রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতার কথা জানিয়ে সরকার গঠনের দাবি জানাবেন প্রেম সিং তামাং ও তাঁর বিধায়করা ৷
আরও পড়ুন:সিকিমে ধস চামলিংয়ের, অনেক এগিয়ে প্রেম সিং তামাং; পরাজিত বাইচুং