নয়াদিল্লি, 20 জানুয়ারি:আর সবকিছু 'ভাগ হয়ে গেলেও নজরুল যে ভাগ হননি, তা ফের প্রমাণিত হল ৷ সোশাল মিডিয়ায় রাম ভজন পোস্ট করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি নিজেও ধারাবাহিকভাবে টুইট করছেন রাম ভজন ৷ শনিবার তেমনই একটি রাম ভজন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এবার নজরুল ইসলামের লেখা রাম ভজন পোস্ট করেছেন মোদি ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীরামের প্রতি বাংলার মানুষের অগাধ শ্রদ্ধা ৷ আর বর্তমান সময়ে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির এই বক্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷
সম্প্রতি অযোধ্য়া ধাম জংশন এবং বিমান বন্দরের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 22 তারিখ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় রাখতে প্রত্যেকে নিজেদের সোশাল মিডিয়ায় রামের ভজন পোস্ট করতে পারেন ৷ পাশাপাশি, অযোধ্যায় রামলালা বিরাজমান হওয়ার দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী ৷ এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ভাষায় রামের ভজন পোস্ট করছেন প্রধানমন্ত্রী ৷ এদিনও তেমনই একটি ভজন পোস্ট করেছেন মোদি ৷ আর সেটি পোস্ট করে তিনি লিখেছেন, "প্রভু শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা রয়েছে। আইকনিক নজরুল গীতি 'মনো জোপো নাম'।"
প্রসঙ্গত, যে গানটি প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটি পায়েল করের গাওয়া ৷ অন্যদিকে, জানা গিয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠার 11 দিন আগে থেকে কঠোর সংযম এবং নিষ্ঠা পালন করছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, এই কয়েকদিন মাটিতেই শোবেন প্রধানমন্ত্রী ৷ খাচ্ছেন সাত্ত্বিক খাবার ৷ প্রধানমন্ত্রী এখন নারকেলের জলই বেশি পান করছেন বলেও জানা গিয়েছে ৷ এই কয়েকদিনে একাধিক মন্দিরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এদিনও রামেশ্বরম মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী ৷