পুনে, 21 মে: পুনের হিট অ্যান্ড রান মামলায় ছত্রপতি সম্ভাজিনগর থেকে আটক অভিযুক্ত নাবালকের বাবা ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল শনিবার মধ্যরাতে পুনে শহরের কল্যাণী নগরে । পার্টি থেকে ফিরছিল 17 বছরের নাবালক ৷ মদ্যপ অবস্থায় সে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ ৷ দামী বিদেশি গাড়ি দিয়ে বাইকে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের । পুনের এই হিট অ্যান্ড রান মামলায় জুভেনাইল কোর্ট ওই নাবালককে জামিন দিয়ে দেয় । তবে এই ঘটনায় মঙ্গলবার কিশোরের বাবাকে আটক করেছে পুলিশ ৷
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, "আমরা নাবালকের বাবাকে ছত্রপতি সম্ভাজিনগর থেকে আটক করেছি এবং তাঁকে পুনে নিয়ে আসা হচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে নথিভুক্ত করা মামলায় তাঁকে গ্রেফতার করা হবে ৷"
জানা গিয়েছে, নাবালকের বাবা একজন রিয়েল এস্টেট ডেভেলপার ৷ পুলিশ কিশোরের বাবার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 75 ও 77 ধারার অধীনে এবং একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অ্যালকোহল পরিবেশন করার জন্য বারের মালিক ও কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে । এই মামলাগুলির তদন্ত ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়েছে ।
পুলিশ সূত্রের খবর, শনিবার মধ্যরাতে একদল বন্ধু পার্টি করে মোটরবাইকে করে ফিরছিল ৷ তখন কল্যাণী নগর মোড়ে একটি মোটরসাইকেলটিকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে বিলাসবহুল গাড়ি ৷ গাড়িটি নাবালক চালাচ্ছিল বলে অভিযোগ ৷ এই ঘটনায় দুই বাইক আরোহীর প্রাণ যায় ৷ দুজনেরই বয়স 24 বছর ৷ পুনেতে আইটি কর্মী হিসাবে যুগল কাজ করতেন ৷ আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন তাঁরা ৷
অভিযুক্ত কিশোরকে পরবর্তীকালে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয় ৷ তারা তাকে কয়েক ঘণ্টার মধ্যে জামিন দিয়ে দেয় । তবে বোর্ড নাবালককে আঞ্চলিক পরিবহণ অফিসে গিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে পড়াশোনা করা এবং 15 দিনের মধ্যে বোর্ডের কাছে সেই নিয়ে একটি প্রেজেনটেশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । নির্দেশে বলা হয়েছে, "সিসিএল (চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল) পথ দুর্ঘটনা এবং তার সমাধানের বিষয়ে 300 শব্দের একটি প্রবন্ধ লিখবে ।"