পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’ - 75তম সাধারণতন্ত্র দিবস

75th Republic Day: শুক্রবার ভারতের 75তম সাধারণতন্ত্র দিবস ৷ নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাগড়িতে ভগবান রামের ছোঁয়া মিলল ৷ এছাড়া কর্তব্যপথের মার্চ-পাস্টে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’ ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By ANI

Published : Jan 26, 2024, 1:18 PM IST

Updated : Jan 26, 2024, 5:58 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসেও ভগবান শ্রীরামের ছোঁয়া৷ রামচন্দ্রের প্রধান রং হিসেবে বিবেচিত হয় হলুদ রং ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই হলুদ রংয়ের পাগড়ি পরেই হাজির ছিলেন ভারতের 75তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ৷ গত সোমবার অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী ৷ তার পর তাঁর এই হলুদ রংয়ের পাগড়ি পরে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির হওয়া অন্য মাত্রা এনে দিল ৷

এ দিন প্রধানমন্ত্রী যে পাগড়িটি পরেছিলেন, সেটি ছিল রাজস্থানী বাঁধিনী প্রিন্টের ৷ এছাড়া তাঁর পরনে ছিল সাদা কুর্তা এবং পায়জামা ৷ সঙ্গে ছিল বাদামী রংয়ের নেহরু জ্যাকেট ৷ এ দিন প্রথমে প্রধানমন্ত্রী যান নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ৷ সেখানে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দেশের জন্য প্রাণ দেওয়া বীর জওয়ানদের প্রতি ৷ তাঁর সঙ্গে ছিলেন তিনবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

সেখান থেকে সোজা কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চলে যান প্রধানমন্ত্রী ৷ তিনি পৌঁছানোর পর সেখানে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতির সঙ্গে সেখানে আসেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর ৷ তিনি এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার সোশাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে 75তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘75তম সাধারণতন্ত্র দিবসের বিশেষ উপলক্ষ্যে শুভেচ্ছা । জয় হিন্দ !’’

এবার সামরিক পরিসরে ভারতের শক্তিবৃদ্ধি ও নারীশক্তির উত্থানের উপরই বেশিরভাগ ট্যাবলো ছিল ৷ সেসব নিয়ে আলোচনা তো চলছেই ৷ কিন্তু সবকিছু ছাপিয়ে বেশি আলোচনা হয়েছে মোদির পাগড়ি নিয়ে যদিও 2014 সালে প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসে নরেন্দ্র মোদির পাগড়ি নিয়ে তুমুল আগ্রহ থাকে জনগণের ৷ প্রতিবছরই তিনি ভিন্ন ভিন্ন রংয়ের পাগড়ি ব্যবহার করেন ৷ সেই পাগড়ির মাধ্যমে নানা বার্তাও দেন ৷ যেমন হর ঘর তিরঙ্গা-র প্রচারে তেরঙা পাগড়িও তাঁকে পরতে দেখা গিয়েছে ৷

তাই এবারও মানুষের আগ্রহ ছিল তাঁর পাগড়ি নিয়ে ৷ সেই পাগড়িতে হলুদ রং দেখে অনেকেই মনে করছেন যে ভগবান শ্রীরামের প্রতি শ্রদ্ধা জানাতেই এই রংয়ের পাগড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী ৷ তবে শুধু তাঁর পাগড়িই নয়, কর্তব্যপথেও এবার লেগেছে রামের ছোঁয়া ৷ রাজপুতনা রাইফেলসেইর মার্চ-পাস্টে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’ ৷

1775 সালে তৈরি হওয়া এই বাহিনী ভারতীয় সেনার সবচেয়ে পুরনো রাইফেল রেজিমেন্ট ৷ এবার কর্তব্যপথে ওই বাহিনীর 20তম ব্যাটালিয়নের লেফটেন্যান্ট সংযম চৌধুরির নেতৃত্বে মার্চ-পাস্ট করে রাজপুতনা রাইফেলস ৷ ওই বাহিনীর ওয়ার ক্রাই হল ‘রাজা রামচন্দ্র কী জয়’ ৷ আর সেটাই এ দিন শোনা গিয়েছে কর্তব্যপথে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. সাধারণ তন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. লক্ষ মানুষের আত্মত্যাগের ফসল সংবিধান রক্ষাই আসল চ্যালেঞ্জ
Last Updated : Jan 26, 2024, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details