দ্বারকা (গুজরাত), 25 ফেব্রুয়ারি: গুজরাতের বিখ্যাত কৃষ্ণ মন্দির 'দ্বারকাধীশ'-এ রবিবার সকালে বিশেষ পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুজরাতে গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমে অবস্থিত এই দ্বারকাধীশ মন্দির। এই দ্বারকাধীশ মন্দির বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান ৷ বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য, দ্বারকাধীশ মন্দির হল চার ধামের মধ্যে একটি। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা হিসেবে পুজো করা হয়। এদিন সেই মন্দিরেই বিশেষ পুজোয় অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে, সেখানে স্কুবা ডাইভেও অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সমুদ্রের নীচে পুজো-পাঠও করেন প্রধানমন্ত্রী ৷ ভিডিয়োতে তাঁকে ধ্য়ান করতেও দেখা যায় ৷
এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সমুদ্রে নিমজ্জিত দ্বারকা নগরীতে প্রার্থনা করা ছিল একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং নিরবধি ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে নিজেকে সংযুক্ত বলে অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মঙ্গল করুন।" প্রধানমন্ত্রীকে পরে দ্বারকাধীশ মন্দিরের পুরোহিতরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি উপহার দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী সুদর্শন সেতু উদ্বোধন করেছিলেন ৷ এটি দেশের দীর্ঘতম কেবল-স্টেড ব্রিজ। লম্বায় প্রায় আড়াই কিলোমিটার ৷ ওখা মূল ভূখণ্ড এবং গুজরাতের ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এই সেতু। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সুদর্শন সেতু উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ৷ এটি এমন একটি সেতু যা ভূমি ও মানুষকে সংযুক্ত করে। এটি উন্নয়ন ও অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ হিসাবে প্রাণবন্তভাবে দাঁড়িয়ে আছে ৷"
সেতুটি আগে 'সিগনেচার ব্রিজ' নামে পরিচিত ছিল, তার নামকরণ করা হয়েছে 'সুদর্শন সেতু'। ভেট দ্বারকা হল ওখা বন্দরের কাছের দ্বীপ দ্বারকা শহর থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির অবস্থিত। আনুমানিক 979 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটিতে চার লেনের রাস্তা রয়েছে ৷ 27.20 মিটার প্রস্থ, উভয় পাশে 2.50-মিটার চওড়া ফুটপাথও রয়েছে ৷
'সুদর্শন সেতু' হল ভারতের দীর্ঘতম কেবল-স্থিত সেতু, যা ওখা মূল ভূখণ্ড এবং গুজরাতের ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে ৷ প্রধানমন্ত্রী মোদি রবিবার সকালে ভেট দ্বারকা মন্দিরে পুজোও করেন। প্রধানমন্ত্রী মোদি শনিবার জামনগরে একটি লম্বা রোড-শো দিয়ে তার দুই দিনের গুজরাত সফর শুরু করেছিলেন।