নয়াদিল্লি, 24 জানুয়ারি:ভারতীয় সমাজে লিঙ্গ বৈষম্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর 24 জানুয়ারি পালিত হয় জাতীয় শিশুকন্যা দিবস ৷ এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য মেয়েদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা ৷ পাশাপাশি মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করা এবং বৈষম্য দূর করে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, "আজ, জাতীয় কন্যা শিশু দিবসে, আমরা কন্যা শিশুর অধিকার এবং তার জন্য বিস্তৃত সুযোগ নিশ্চিত করতে সরকার সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ৷ ভারতের সমস্ত কন্যা শিশুর কৃতিত্বের জন্য আমরা গর্বিত ও আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে ৷ আমাদের সরকার শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির মতো জায়গায় আরও জোড় দিচ্ছে, যা কন্যা শিশুর ক্ষমতায়নে অবদান রেখেছে।"