পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কন্যা শিশুর কৃতিত্বে গর্বিত মোদি, বিশেষ দিনে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী'র - NATIONAL GIRL CHILD DAY 2025

জাতীয় শিশু কন্যা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে জানালেন, কন্যা শিশুর প্রতি যাতে কোনও বৈষম্য না-ঘটে তা নিশ্চিত করতে সরকার সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ।

NATIONAL GIRL CHILD DAY 2025
বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:20 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি:ভারতীয় সমাজে লিঙ্গ বৈষম্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর 24 জানুয়ারি পালিত হয় জাতীয় শিশুকন্যা দিবস ৷ এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য মেয়েদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা ৷ পাশাপাশি মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করা এবং বৈষম্য দূর করে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, "আজ, জাতীয় কন্যা শিশু দিবসে, আমরা কন্যা শিশুর অধিকার এবং তার জন্য বিস্তৃত সুযোগ নিশ্চিত করতে সরকার সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ৷ ভারতের সমস্ত কন্যা শিশুর কৃতিত্বের জন্য আমরা গর্বিত ও আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে ৷ আমাদের সরকার শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির মতো জায়গায় আরও জোড় দিচ্ছে, যা কন্যা শিশুর ক্ষমতায়নে অবদান রেখেছে।"

তিনি আরও যোগ করেন, "কন্যা শিশুর প্রতি যাতে কোনও বৈষম্য না-ঘটে তা নিশ্চিত করতে সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ৷" এবছর অর্থাৎ 2025 সালের জাতীয় শিশুকন্যা দিবসের থিম হল 'একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেয়েদের ক্ষমতায়ন', যা মেয়েদের ভবিষ্যৎ গঠন এবং সমাজে অবদান রাখার জন্য সমান সুযোগ প্রদানের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে।

2008 সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক মেয়েদের ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শুরু করে ৷ এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে লিঙ্গ বৈষম্যের বাধা মেয়েদের উন্নতিতে অন্তরায় হয়ে উঠবে না ৷ একই উদ্দেশে আন্তর্জাতিক জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয় 11 অক্টোবর ৷

ABOUT THE AUTHOR

...view details