পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেড়শো বছরে IMD; প্রতিষ্ঠা দিবসে স্মারক কয়েন, ডাক টিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর - IMD 150TH FOUNDATION DAY

মৌসম ভবনের 150তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার স্মারক কয়েন ও 150 টাকার ডাক টিকিটের উন্মোচন করেন প্রধানমন্ত্রী ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 12:44 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: শীত-গ্রীষ্ম-বর্ষা; কয়েক দশক ধরে দেশবাসীকে আবহাওয়ার খবর দিয়ে চলেছে দিল্লির মৌসম ভবন ৷ ভূমিকম্প, ঘূর্ণিঝড়ে দেশের মানুষকে সতর্ক করার জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আবহাওয়াবিদরা ৷ ব্রিটিশ শাসনে 1875 সালে 15 জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় মৌসম ভবন (IMD)-এর ৷ অত্য়াধুনিক প্রযুক্তির সাহায্য়ে দেড়শো বছরের দীর্ঘ পথ অতিক্রম করেছে ভারতের মৌসম ভবন (IMD) ৷

বিশেষ এই দিন উজ্জাপনে মঙ্গলবার ভারত মন্ডপে আয়োজিত অনুষ্ঠানে আবহাওয়াবিদদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আবহাওয়াবিদদের অক্লান্ত পরিশ্রম ও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য়ে মৌসম বিভাগ আজ অনেক বেশি উন্নত ৷ 10 বছর আগে দেশের মাত্র 10-15 শতাংশ মানুষ আবহাওয়ার পূর্বাভাস জানতে পারত ৷ কিন্তু, আজ দেশের প্রতিটি মানুষ আবহাওয়া কেমন থাকবে, তা নিমেষের মধ্যে জানতে পারেন ৷ মেঘদূত অ্য়াপের মাধ্যমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস পেয়ে যান দেশের মানুষ ৷ এর ফলে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে ৷" শুধু ভারত নয়, চিন, নেপাল, শ্রীলঙ্কার মতো প্রতিবেশি দেশগুলিও দিল্লির মৌসম ভবনের কাছে সাহায্য় নিয়ে থাকে বলেও জানান প্রধানমন্ত্রী ৷

মৌসম ভবনের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত)

প্রধানমন্ত্রী আরও বলেন, "কোনও দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের উন্নতি সেই দেশের মানুষের বিজ্ঞানের প্রতি আগ্রহের পরিচয় দেয় ৷ গবেষণা ও আবিষ্কার নতুন ভারতের উন্নয়নে একটি অংশ ৷ আর তার অংশ হিসেবে গত 10 বছরে একাধিক ক্ষেত্রে মৌসম ভবনের আধুনিকরণ করা হয়েছে ৷ এ ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানের যথেষ্ট গুরুত্ব রয়েছে ৷"

স্বাধীনতার আগে ভারতের অংশ ছিল পাকিস্তান, আফিগানিস্তা, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ ৷ মঙ্গলবারের অনুষ্ঠানে এই সমস্ত দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয় ৷ যদিও সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে অনুষ্ঠানে যোগ দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ৷ সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সেদেশের কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে । এদিনের অনুষ্ঠানে মধ্য়প্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷

এদিনের অনুষ্ঠানে, দেশকে 'আবহাওয়া প্রস্তুত ও জলবায়ু স্মার্ট' রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 'মিশন মৌসম' প্রকল্প শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি, মৌসম ভবনের 150তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্মারক কয়েন ও 150 টাকার ডাকটিকিটের উন্মোচন করেন মোদি ৷ সেই সঙ্গে, আবহাওয়া সংক্রান্ত স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য IMD Vision-2047 নথিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী ।

পড়ুন:জেড মোড় টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, আরও মসৃণ হবে লেহ ভ্রমণ

ABOUT THE AUTHOR

...view details