আজমগড় (উত্তরপ্রদেশ), 10 মার্চ:লোকসভা নির্বাচনের আগে ফের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আজ উত্তরপ্রদেশে 34,700 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
গত 6 তারিখ পশ্চিমবঙ্গে এসে বেশকয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর রবিবার তিনি উত্তরপ্রদেশে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিজেপি নেতারা জেলার মান্দুরি এলাকায় যান । প্রধানমন্ত্রী মোদি আজমগড়, শ্রাবস্তী, চিত্রকূট এবং আলিগড় বিমানবন্দর ও লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নতুন টার্মিনালের উদ্বোধন করেন ।
প্রধানমন্ত্রী 108 কোটি টাকা ব্যয়ে নির্মিত আজমগড়ের মহারাজা সুহেল দেব স্টেট ইউনিভার্সিটিরও উদ্বোধন করেন । তিনি 11,500 কোটি টাকার পাঁচটি বড় জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । 3,700 কোটি টাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে যোগীরাজ্যের 59টি জেলায় নির্মিত 5,342 কিলোমিটারের বেশি রাস্তারও উদ্বোধন করেন তিনি । প্রধানমন্ত্রী 8,200 কোটি টাকার উত্তরপ্রদেশ জুড়ে 12টি রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ।
তিনি রাজ্যের প্রয়াগরাজ, ইটাওয়া এবং জৌনপুর জেলায় 1,114 কোটি টাকার নমামি গঙ্গা যোজনার অধীনে নির্মিত তিনটি নিকাশী প্রকল্পেরও উদ্বোধন করেছেন । প্রধানমন্ত্রী লখনউতে লাইট হাউস প্রকল্পও (এলএইচপি) উদ্বোধন করবেন, যার অধীনে আধুনিক পরিকাঠামো-সহ 1,040টিরও বেশি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট তৈরি করা হয়েছে ।
আরও পড়ুন:
- কাওয়াখালিতে সাড়ে 4 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন মোদি
- প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের
- নেহরু পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যান দেখবেন নরেন্দ্র মোদি