পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একক সংখ্য়াগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি, দায় মোদির ? - lok sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Jairam Ramesh on PM Modi: একক সংখ্য়াগরিষ্ঠতার ম্যাজিক সংখ্য়া এখনও আসেনি বিজেপির হাতে ৷ আর তা নিয়েই মোদিকে খোঁচা দিলেন জয়রাম রমেশ ৷ প্রধানমন্ত্রীকে দিলেন পদত্যাগের পরামর্শও ৷

PM Modi
সংখ্য়াগড়িষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি (সৌ: টুইটার)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 2:58 PM IST

নয়াদিল্লি, 4 জুন: গণনা মাঝপথে, এমতাবস্থায় লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি ৷ আর সেই বিষয়টিকে নিয়েই প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ মঙ্গলবার গণনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করার জন্য বললেন জয়রাম রমেশ।

এক্স-হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, "তিনি (মোদি) এমন ভান করতেন যে, তিনি অসাধারণ। এখন এটা প্রমাণিত হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন। নৈতিক দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন। এটাই এই নির্বাচনের বার্তা ৷" নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি দুপুর পর্যন্ত 242টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ম্যাজিক ফিগার 272। কংগ্রেস 95টি আসনে, সমাজবাদী পার্টি 36টি, ডিএমকে 21টি আসনে, তৃণমূল কংগ্রেস 31টি আসনে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) 10টি আসনে, এনসিপি (এসপি) 7টি আসনে, সিপিআই (এম) 4টি আসনে এবং আম আদমি 4টি আসনে এগিয়ে রয়েছে। বারাণসী থেকে কংগ্রেসের অজয় ​​রাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন।

প্রায় 64 কোটি মানুষ এবার ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে ৷ সাত দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা হবে আজই ৷ কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালট পেপার দিয়ে ভোট গণনা শুরু হয়। অন্ধ্রপ্রদেশের 175টি বিধানসভা কেন্দ্র এবং ওড়িশার 147টি বিধানসভা কেন্দ্রের রাজ্য বিধানসভার জন্য গণনা এবং 25টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও শুরু হয়েছে। এবারের সাধারণ নির্বাচনে আট হাজারের বেশি প্রার্থীর ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ৷ অন্যদিকে ইন্ডিয়া জোটও অবশ্য সংখ্য়াগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে ৷ তবে বেশিরভাগ বুথ ফেরত সমাক্ষায় দেখা গিয়েছে, ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট ৷ (এএনআই)

ABOUT THE AUTHOR

...view details