নয়াদিল্লি, 4 জুন: গণনা মাঝপথে, এমতাবস্থায় লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি ৷ আর সেই বিষয়টিকে নিয়েই প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ মঙ্গলবার গণনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করার জন্য বললেন জয়রাম রমেশ।
এক্স-হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, "তিনি (মোদি) এমন ভান করতেন যে, তিনি অসাধারণ। এখন এটা প্রমাণিত হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন। নৈতিক দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন। এটাই এই নির্বাচনের বার্তা ৷" নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি দুপুর পর্যন্ত 242টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ম্যাজিক ফিগার 272। কংগ্রেস 95টি আসনে, সমাজবাদী পার্টি 36টি, ডিএমকে 21টি আসনে, তৃণমূল কংগ্রেস 31টি আসনে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) 10টি আসনে, এনসিপি (এসপি) 7টি আসনে, সিপিআই (এম) 4টি আসনে এবং আম আদমি 4টি আসনে এগিয়ে রয়েছে। বারাণসী থেকে কংগ্রেসের অজয় রাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন।