নয়াদিল্লি, 16 অক্টোবর: বিজেপির 'সক্রিয় সদস্য' অভিযানে প্রথম নাম লেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সূত্র ধরে বুধবার 'সক্রিয় সদস্য' অভিযানে তালিকাভুক্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি ৷ তিনিই দলের 'সক্রিয় সাদাস্যতা অভিযান' চালু করেছেন।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে 'সক্রিয় সদস্যপদ' নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে দেশের সর্বত্র যাতে সাফল্যের সঙ্গে এই অভিযান হয় সেই আহ্বান করেছেন মোদি ৷ দলীয় সূত্রে খবর, বিজেপির একজন 'সক্রিয় সদস্য'কে একটি বুথে বা বিধানসভা কেন্দ্রে কমপক্ষে 50 জনকে দলীয় সদস্য হিসেবে তালিকাভুক্ত করতে হবে। শুধুমাত্র সক্রিয় সদস্যরাই দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নিতে পারেন ৷ সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, " আমাদের লক্ষ্য ও প্রচেষ্টা বিকশিত ভারত তৈরি। তাতে আরও গতি আনতে হবে ৷ বিজেপি কর্মী হিসেবে, প্রথম সক্রিয় সদস্য হতে পেরে আমি গর্বিত ৷ একই সঙ্গে আজ থেকে এই সক্রিয় সদস্য সংগ্রহ অভিযানও শুরু করছি ৷ এটি এমন একটি আন্দোলন যা আমাদের দলকে আরও শক্তিশালী করবে ৷ জাতীয় অগ্রগতিতে আমাদের দলীয় কর্মীদের কার্যকর অবদানও নিশ্চিত করবেন এই সক্রিয় সদস্যরাই ৷"