রায়পুর, মুঙ্গেলি:ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলায় স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে । অনুষ্ঠান চলাকালীন, এসপি ওড়ানো পায়রাটি উড়েতে পারেনি, মাটিতে মুখ থুবড়ে পড়েছে ৷ এই ঘটনাটির সঙ্গে সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'পঞ্চায়েত' সিজন 3-এর এরটি দৃশ্যের কাকতালীয় মিল খুঁজে পাচ্ছেন অনেকেই ৷ আর সেই জন্যই ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হচ্ছে । এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মুঙ্গেলির এসপি এই ঘটনায় দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুঙ্গেলির এসপি গিরিজা শঙ্কর জয়সওয়াল কালেক্টর রাহুল দেবকে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন। চিঠিতে এসপি লিখেছেন, "স্বাধীনতা দিবসের মতো একটি বড় রাষ্ট্রীয় উৎসবের সময়, পায়রা মাটিতে পড়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় প্রচারিত হয়েছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটি অসুস্থ পায়রাকে ওড়ানোর জন্য দেওয়া হয়েছিল। যদি এই ঘটনাটি প্রধান অতিথি এবং বিধায়কের হাতে ঘটত তবে পরিস্থিতি আরও অপ্রীতিকর হতো । এর জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত।"