পটনা, 20 জুন: বিহারের ইকোনমিক অফেন্সেস ইউনিট নিট (মেডিক্যাল জয়েন্ট) পেপার ফাঁস মামলার তদন্ত করছে। তাতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মঙ্গলবার এবং বুধবার 9 জন ছাত্রকে তাঁদের অভিভাবকদের সঙ্গে পাটনায় ডাকা হয়েছিল। এক শিক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার আগেরদিন রাতেই তাঁর কাছে প্রশ্নপত্র ও উত্তরপত্র চলে এসেছিল ৷
পটনার ছাত্রের স্বীকারোক্তি:অনুরাগ যাদব নামে ওই ছাত্র জানান, কোটায় তিনি নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তাঁর কাকা সিকন্দর প্রসাদ যাদভেন্দু দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার ৷ তাঁকে কোটা থেকে ফিরে আসতে বলা হয়। পটনায় আসার পর তাঁকে উত্তরপত্র মুখস্ত করানো হয় ৷ ওই ছাত্রের কথায়, ‘‘আমাকে নিট প্রশ্নপত্রের উত্তর মুখস্ত করার জন্য তৈরি করা হয়েছিল ৷ 4 মে সিকন্দর প্রসাদ অমিত আনন্দ এবং নীতীশ কুমারের কাছে রেখে যান। যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছিল । সারারাত সেটি মুখস্থ করানো হয় । ডিওয়াই পাতিল স্কুলে পরীক্ষাকেন্দ্র পড়েছিল । পরীক্ষায় একই প্রশ্ন এসেছিল ৷’’