পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভক্তদের ভিড় সামলাচ্ছে এআই ! অভিনব উদ্যোগ ওড়িশা পুলিশের - Rath Yatra 2024

AI Use in Rath Yatra: ভক্তদের ভিড় সামলাতে অভিনব ভাবনা ওড়িশা পুলিশের ৷ সিসিটিভি ক্যামেরার সঙ্গে কৃত্রীম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 9:56 AM IST

AI Use During Rath Yatra
ভক্তদের ভিড় সামলাবে এআই (পুরীর জগন্নাথ মন্দির এক্স)

পুরী, 7 জুলাই:আজ রথযাত্রা ৷ বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ মহাপ্রভু যাবেন মাসির বাড়ি ৷ সঙ্গে থাকবেন তাঁর হাজার হাজার ভক্ত ৷ জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে কড়া নিরাপত্তা থাকে পুরীতে। এবারও তার অন্যথা হয়নি ৷ তবে এবার প্রভু জগন্নাথের রথযাত্রার সময় অসংখ্য ভক্তদের ভিড় সামাল দিতে নয়া উদ্যোগ নিয়েছে ওড়িশা পুলিশ ৷ পুলিশ কর্মীদের পাশাপাশি এই প্রথম রথযাত্রায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ৷

ওড়িশা পুলিশের অ্যাডিশনাল ডিজি দয়াল গঙ্গওয়ার বলেন, "গোটা এলাকায় 40টি সিসিটিভি পয়েন্ট রয়েছে ৷ নিরাপত্তার খাতিরে প্রতিটি পয়েন্টে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ৷ এই সমস্ত ক্যামেরার সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি ৷" সেইসঙ্গে তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরা পৌঁছবে না এমন স্থানে এবং জনবহুল স্থানগুলিতে নজর রাখার জন্য ড্রোনের ব্যবহার করা হবে ৷ সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিজি ৷

উল্লেখ্য, রথযাত্রায় নিরাপত্তায় বেশ মুড়ে ফেলা হয়েছে পুরীকে ৷ অপ্রিতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ৷ ট্রাফিক নিয়ন্ত্রণে এআই-এর ব্যবহার এই প্রথম ৷ ওয়াকিবহল মহলের দাবি, হাথরসের পদপিষ্টের ঘটনার পর এদিনের অনুষ্ঠানে বিশেষ সতর্কতা নিয়েছে ওড়িশা সরকার ৷

প্রসঙ্গত, রথযাত্রার অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব পুরীতে ৷ ইতিমধ্যেই ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং তাঁদের বোন সুভদ্রার রথ টানতে পুরী পৌঁছে গিয়েছেন লক্ষ লক্ষ ভক্তরা ৷ বিশেষ এই দিনে জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেতে পুরী পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ৷

ABOUT THE AUTHOR

...view details