নয়াদিল্লি, 20 জুন: তীব্র তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত রাজধানীর ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় গরমের কারণে অসুস্থতায় 22 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ বৃহস্পতিবার আধিকারিকরা জানিয়েছেন, দিল্লির আরএমএল এবং সফদরজং হাসপাতালে গরমে প্রাণ গিয়েছে 17 জনের ৷ এদিকে, দেশজুড়ে হিটস্ট্রোকের কারণে চলতি বছরের 1 মার্চ থেকে 18 জুনের মধ্যে কমপক্ষে 114 জনের মৃত্যু হয়েছে ৷ গরমে অসুস্থ 40,984 জন ৷ উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৷ সেখানে 37 জনের মৃত্যু হয়েছে ৷ তারপরেই আছে বিহার, রাজস্থান এবং ওড়িশা ।
গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে জ্বলছে রাজধানী দিল্লিও ৷ তবে বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে ৷ দিল্লির হাসপাতালগুলিতে হিটস্ট্রোকের কারণে ক্রমে বাড়ছে রোগীর সংখ্যা ৷ সফদরজং হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, তাপজনিত অসুস্থতায় ভুগছেন এমন 33 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । তাঁদের মধ্যে গত 24 ঘণ্টায় 13 জনের মৃত্যু হয়েছে । অপরদিকে, রাম মনোহর লোহিয়া হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গত 24 ঘণ্টায় হিটস্ট্রোকের কারণে 22 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ৷