পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার - নীতীশ কুমার

Nitish Kumar to resign by Sunday morning: নীতীশ কুমারের এনডিএ-তে ফিরে আসা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সূত্রের দাবি, শনিবার রাত অথবা রবিবার সকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন নীতীশ।

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Jan 27, 2024, 6:04 PM IST

পটনা, 27 জানুয়ারি:রবিবার সকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর পদত্যাগের সঙ্গেই ভাঙতে পারে মহাগঠবন্ধন সরকার ৷ শনিবার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এমনটাই জানিয়েছে। পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানিয়েছেন, রবিবারের মধ্যে পদত্য়াগ করবেন নীতীশ কুমার ৷ যদিও শনিবার সন্ধ্যা বা রাতের দিকেও পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ তাঁর কথায়, "যা হবে অবশ্যই রবিবার সকালের মধ্যে হবে ৷"

তিনি আরও জানান, তাঁর আনুষ্ঠানিক কাগজপত্র রাজ্য়পালের হাতে দেওয়ার আগে, জেডিইউ সভাপতি নীতীশ কুমার পরিষদীয় দলের একটি প্রথাগত বৈঠক করবেন। সূত্রটি জানিয়েছে, সচিবালয়ের মতো সরকারি অফিসগুলিকে রবিবার খোলা রাখতে বলা হয়েছে ৷ প্রত্যাশিত ব্যস্ত কার্যকলাপের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে বিজেপির সমর্থনে একটি নতুন সরকার ফের দেখতে পারে বিহার।

এদিকে, একটি দলীয় সভায়, রাজ্য বিজেপি নেতারা মহাগঠবন্ধন থেকে সরে আসার ঘটনায় জেডিইউ প্রধানকে সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া থেকে বিরত ছিলেন। নাম প্রকাশ না করার অনুরোধ করে, বিজেপির একটি সূত্র জানিয়েছে যে, নীতীশ কুমার, যিনি তিন বছরেরও কম সময়ে এনডিএ সরকারকে ফেলে দিয়েছিলেন ৷ পদত্যাগ না করা পর্যন্ত "কোনও আনুষ্ঠানিক ঘোষণা" স্থগিত রাখার জন্য শীর্ষ নেতৃত্বের কাছ থেকে নির্দেশনা পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।

প্রশ্ন অনেক৷ কিন্তু উত্তর ! পুরোটাই ঢেকে আছে ধোঁয়াশার মেঘে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 'পালটি খাওয়া' নিয়ে যে জল্পনা বৃহস্পতিবার বিকেলের পর থেকে ক্রমশ বাড়তে শুরু করে, তা এখনও অব্যাহত ৷ কোনও পক্ষই স্পষ্টভাবে কিছু বলতে নারাজ ৷ তবে শুক্রবারের মতো শনিবারও বিহারের রাজনীতি নিয়ে রাজনৈতিক তৎপরতা চরমে রয়েছে ৷

পটনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিহারে জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোট শনিবারই ভাঙছে ৷ এদিন পটনায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ বৈঠকের পর বিধায়করা মিছিল করে রাজভবনে যাবেন ৷ সেখানেই আপাতত পূর্ণচ্ছেদ পড়তে পারে নীতীশ-লালুর সম্পর্কে ৷ (পিটিআই)

আরও পড়ুন

‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-র পথে নীতীশ, রবিবারই শপথের সম্ভাবনা

বিহারে জল মাপছে কংগ্রেস, পরিস্থিতির দিকে নজর রাখছেন খাড়গে-রাহুলও

কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !

ABOUT THE AUTHOR

...view details