পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অধরা আততায়ীর সন্ধান দিলে 10 লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা এনআইএ’র - Rameshwaram Cafe Blast - RAMESHWARAM CAFE BLAST

Rameshwaram Cafe Blast: এনআইএ বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ মামলায় অভিযুক্ত আবদুল মাথিন ত্বাহার সন্ধানে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এনআইএ-র। এদিকে, বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন মুজামিল শরীফকে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সাত দিনের হেফাজতে পাঠিয়েছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 11:03 PM IST

বেঙ্গালুরু, 29 মার্চ:রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে আরও এক মূল অভিযুক্ত আবদুল মাথিন ত্বাহা ওরফে সুমিত এখনও অধরা ৷ তার সন্ধান দিতে পারলেই মিলবে 10 লক্ষ টাকা পুরস্কার ৷ ঘোষণা করল এনআইএ তথা জাতীয় তদন্ত সংস্থার ৷ সন্ধানকারীর পরিচায় গোপন রাখা বলে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ৷ এনআইএ-র এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানানো হয়েছে ৷

এনআইএ সূত্রে খবর, তীর্থহল্লির মোস্ট ওয়ান্টেড সন্দেহভাজন আব্দুল মতিন ত্বাহা ওরফে ভিগনেশ ওরফে সুমিত ৷ যার বয়স প্রায় 30 ৷ বিস্ফোরণ কাণ্ডে মুল অভিযুক্ত মুজামিল শরীফ এসএসএলসি পর্যন্ত একই ক্লাসে পড়াশোনা করেছে । রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া মুজামিল শরীফকে শুক্রবার শহরের বিশেষ আদালতে হাজির করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। অভিযুক্তকে সাত দিনের এনআইএ হেফাজত দিয়েছে আদালত।

ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী মুজামিল শরীফ চিককামাগালুর মুদিগেরের বাসিন্দা ৷ বোমা বিস্ফোরণের অভিযুক্তকে কাঁচামাল সরবরাহ এবং প্রয়োজনীয় সুবিধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছিল । ঘটনার ছয় মাস আগে বেঙ্গালুরু ছেড়ে চলে গিয়েছিল সে ৷ স্থানীয় মুদিগেরে চিকেন কাউন্টিতে কাজ করত। সেখানে থেকেই বিস্ফোরণের ছক কষেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

চলতি মাসের 1 তারিখ বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফেতে বোমা বিস্ফোরণ ঘটে । ব্যস্ত দুপুরে বিস্ফোরণের ঘটনায় 10 জন আহত হন ৷ এলাকাটিতে একাধিক সংস্থার অফিস থাকায় আতঙ্ক ছড়ায় ৷ বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি দোকান-পাট ৷ ঘটনার তদন্তভার চায় এনআইএ'র হাতে ৷ বৃহস্পতিবার ধরা পডেছে ঘটনার মূল ষড়যন্ত্রকারী ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ মামলায় সাফল্য এনআইএ'র, গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী
  2. নিরাপত্তায় কড়াকড়ি, বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে ফের খুলল রামেশ্বরম ক্যাফে
  3. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ

ABOUT THE AUTHOR

...view details