বিজাপুর, 2 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে বিজাপুরে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী । বিজাপুর জেলার গঙ্গালুর থানা এলাকায় পুলিশ ও নকশালদের মধ্যে এনকাউন্টার হয়েছে। এতে 9 নকশালবাদী নিহত হয়েছে। কোরচোলি ও লেন্দ্রার জঙ্গলে এই সংঘর্ষ হয়। পুলিশ এখনও জঙ্গলে অবস্থান করছে। বিজাপুরের এসপি জিতেন্দ্র যাদব এই এনকাউন্টারের কথা জানিয়েছেন ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ডিআরজি, সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়ন এবং বাস্তার যোদ্ধাদের একটি যৌথবাহিনী, বস্তারিয়া ব্যাটালিয়ন, এসটিএফ এবং সিএএফ কর্মীরা একত্রে নকশাল-বিরোধী অভিযানে সামিল হয় । এদিন সকাল 6 টায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী কোরচলি এবং লেন্দ্রার জঙ্গলে পৌঁছয় । এরপর গঙ্গালুর এরিয়া কমিটির নকশালরা নিরাপত্তা বাহিনিদের লক্ষ্য করে গুলি চালায় । পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনির জওয়ানরাও ৷
এই এনকাউন্টারে 9 নকশালবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ঘটনাস্থল থেকে ইনসাস এলএমজি রাইফেল, একে 47-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও উদ্ধার হয়েছে । পুলিশ জানায়, সকাল 6টা থেকে এনকাউন্টার চলেছে । এনকাউন্টারে আরও অনেক নকশালবাদীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে । এনকাউন্টারে জড়িত কোনও জওয়ানের আহত হওয়ার খবর মেলেনি ।
বিজাপুরের এএসপি চন্দ্রকান্ত গাবরা বলেন, "নিহত নকশালদের এখনও শনাক্ত করা যায়নি । নকশালদের শনাক্ত করার পরই জানা যাবে এই এনকাউন্টারে এমন কোনও নকশাল আছে কি না, যার নামে পুরস্কার রয়েছে ।" নির্বাচনের বছরে বিজাপুরে লাগাতার নকশাল কার্যকলাপের ঘটনা ঘটছে । বিজাপুর বস্তার লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে । প্রথম দফায় অর্থাৎ 19 এপ্রিল বস্তার লোকসভা আসনে ভোট হওয়ার কথা ।