পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ের চিন্তাভাগু ক্যাম্পে হামলায় জড়িত 3 মাওবাদী গ্রেফতার, উদ্ধার আইইডি - MAOISTS ARRESTED

মাওবাদী বিরোধী অভিযানে ফের সাফল্য ! ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের ছক বানচাল করে তিনজন গ্রেফতার করল পুলিশ ৷

MAOISTS ARRESTED
ছত্তিশগড়ের বিজাপুরে তিন মাওবাদী গ্রেফতার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 10:44 AM IST

বিজাপুর, 30 ডিসেম্বর: বছর শেষে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুরে ৷ পামেদ থানা এলাকা থেকে তিন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা চিন্তাভাগু ক্যাম্পে হামলায় জড়িত বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে এক মাওবাদীর উপর এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ।

জিদাপল্লীতে যৌথ তল্লাশি অভিযান: পুলিশ অফিসার ডিএসপি সুদীপ সরকার বলেছেন, "মাওবাদী বিরোধী অভিযানের অংশ হিসাবে, বিজাপুর পুলিশ এবং সিআরপিএফের দল পামেদ এলাকার ধরমারাম এবং জিদাপল্লিতে যৌথ অনুসন্ধান চালাচ্ছিল । এই সময় যৌথবাহিনী জিদাপল্লী থেকে তিন মাওবাদীকে গ্রেফতার করে ।"

তারেমে আইইডি উদ্ধার (ইটিভি ভারত)

ধৃত তিন মাওবাদীর পরিচয়: গ্রেফতার হওয়া মাওবাদী 25 বছর বয়সি রামবাবু পুনেম ডিএকেএমএস'র সভাপতি । তার উপর পুরস্কার ছিল এক লাখ টাকা । 35 বছর বয়সি লাখমা মাদকামি মিলিশিয়া ডেপুটি কমান্ডার এবং 37 বছর বয়সি হাদমা মাদভি মিলিশিয়া কমান্ডার ।

চিন্তাভাগু ক্যাম্পে হামলায় জড়িত: ধৃত মাওবাদীরা চিন্তাভাগু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত। এছাড়াও, তারা চলতি বছরের 7 অগস্ট বাদশানপালের এক গ্রামবাসীকে অপহরণ, খুন ও ডাকাতির ঘটনায়ও জড়িত । পামেদ থানায় ধৃত তিন মাওবাদীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । আদালতে তোলা হলে বিচারক তিনজনকে জেল হেফাজতে পাঠিয়েছেন ।

তারেমে আইইডি উদ্ধার (ইটিভি ভারত)

তারেমে আইইডি উদ্ধার: অন্যদিকে, তারেম থানা এলাকার চিন্নাগেলুর থেকে সিআরপিএফ দল ডিমাইনিং ডিউটিতে ছিল । এই সময় জওয়ানরা তারেম টেকরির কাছে ফুটপাতে মাওবাদীদের লাগানো একটি আইইডি উদ্ধার করেন ৷ আইইডিটি দিকনির্দেশক বোমার মতো একটি পাইপে বসানো হয়েছিল, যা একটি 'সুইচ সিস্টেম'-এর সঙ্গে সংযুক্ত ছিল । বিডিএস টিম আইইডি অপসারণ করে এবং পরে সেটিকে নিষ্ক্রিয় করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details