নয়াদিল্লি, 7 এপ্রিল: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রাণহানি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷
শুধু প্রচারই নয়, শেষ মুহূর্তে কর্মসূচির কোনও বদল না-হলে ধূপগুড়ির সভাস্থলের পিছনে ঝড়ে বিধ্বস্ত দশটি পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । তার আগে টুইটে মোদি লেখেন, ‘‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে । ওখানে এর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে । পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত । একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে ।’’ এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল করা হয়েছে ।