কাজিরাঙা, 8 মার্চ: কাজিরাঙায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সন্ধ্যায় অসমে পৌঁছে গিয়েছেন তিনি ৷ রাতে তাঁর থাকার কথা কাজিরাঙার কোহরা রেঞ্জের পুলিশ গেস্ট হাউজে ৷ নরেন্দ্র মোদি তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি কাজিরাঙায় এলেন ৷ তবে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে যাবেন ৷
আগামিকাল, শনিবার কাজিরাঙা জাতীয় উদ্য়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা ৷ 1957 সালে এই জাতীয় উদ্য়ানে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইন্দিরা ৷ কোহরা ফরেস্ট রেঞ্জে নেহরু ও ইন্দিরা হাতির পিঠে চড়ে ঘুরেছিলেন ৷ এর পর আর কোনও প্রধানমন্ত্রী কাজিরাঙা জাতীয় উদ্য়ান ঘুরে দেখেননি ৷
ইন্দিরা গান্ধি 1978 সালে এখানে এসেছিলেন ৷ তখন অবশ্য তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন না ৷ সেই সময় তিনি ছিলেন কংগ্রেসের সভানেত্রী ৷ 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি তাঁর স্ত্রী সোনিয়া গান্ধিকে নিয়ে কাজিরাঙায় আসেন ৷ তবে তিনি জাতীয় উদ্যানে যাননি ৷ বরং বনানী ট্যুরিস্ট লজে মধ্যাহ্নভোজ সেরে ফিরে যান ৷ সেই কারণে নরেন্দ্র মোদি কাজিরাঙায় পা রাখা তৃতীয় প্রধানমন্ত্রী ৷
বনানী টুরিস্ট লজটি কাজিরাঙার প্রথম গেস্ট হাউজ ৷ অসম সরকারের পর্যটন উন্নয়ন পর্ষদ এটি পরিচালনা করত ৷ নেহরু প্রধানমন্ত্রী হিসেবে এসে এখানেই রাত কাটিয়েছিলেন ৷ আর শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে থাকবেন, সেটি তৈরি হয়েছে পরে ৷ 2018-19 সালে এই গেস্ট হাউজটি তৈরি হয় ৷ সেই অসমের গোলাঘাটের এসপি মানবেন্দ্র দেবরায় এই গেস্ট হাউজ নির্মাণের কাজ করান ৷ বর্তমানে তিনি অসমের জনসংযোগ বিভাগের অধিকর্তা ৷ প্রায় দেড় বছর ধরে তিনি প্রায় প্রতিদিন এই গেস্ট হাউজ নির্মাণে তদারকি করেছিলেন ৷ এটা তৈরির সময় বিতর্কও হয়েছিল অনেক ৷
অসম পুলিশের এই গেস্ট হাউজের একদিকে হাতিকুলি চা-বাগান ৷ অন্যদিকে রয়েছে কার্বি পাহাড় ৷ ফলে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই জায়গা ৷ অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রায়ই এখানে এসে থাকতেন সর্বানন্দ সোনেওয়াল ৷ 2022 সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই গেস্ট হাউজে এসে থেকেছিলেন ৷ 2023 সালে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও কাজিরাঙায় এসে এই গেস্ট হাউজে ছিলেন ৷
সেই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি কাজিরাঙার কোহরা রেঞ্জের এই পুলিশ গেস্ট হাউজে রাত্রিযাপন করবেন ৷
আরও পড়ুন:
- কাজিরাঙায় পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার
- জিনগত বিকৃতির কারণেই কাজিরাঙার 'সোনালি' বাঘিনী, মত বিশেষজ্ঞদের
- বারাণসীতে বাজছে বিকাশের ডমরু, নিজের সংসদীয় এলাকায় ‘প্রচার’ শুরু প্রধানমন্ত্রীর