সুরগুজা (ছত্তিশগড়), 24 এপ্রিল: স্যাম পিত্রোদার ‘উত্তরাধিকার সম্পত্তি কর’ মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই আক্রমণের পথে নেমেছে বিজেপি ৷ কংগ্রেসকে একহাত নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি’, এলআইসি’র ট্যাগলাইনকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান ৷ প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, ‘‘দেশ ও সামাজিক মূল্যবোধ থেকে কংগ্রেস এতটাই দূরে সরে গিয়েছে যে আইনত লোকেদের সম্পদ লুট করতে চায় ।’’
কংগ্রেসের ‘সম্পদ পুনর্বন্টন’ নির্বাচনী প্রতিশ্রুতিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছে ৷ তার মধ্যেই তাতে কার্যত ঘি ঢেলেছে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদার মন্তব্য ৷ একটি সাক্ষাৎকারে পিত্রোদা বলেন, ‘‘উত্তরাধিকার কর মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ৷ এটি একটি আকর্ষণীয় ধারণা ।’’ মার্কিন মুলুকের কিছু রাজ্যের উত্তরাধিকার করের ধারণা ব্যাখ্যা করে পিত্রোদা বলেন, ‘‘কারও 100 মিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে ৷ যখন তিনি মারা যান তখন সম্ভবত 45 শতাংশ তাঁর সন্তানদের কাছে হস্তান্তর করতে পারেন ৷ 55 শতাংশ সরকার দখল করে নেয় ৷ এই আইন বলে যে আপনি সম্পদ তৈরি করেছেন ৷ আপনি চলে যাওয়ার (প্রয়াত হওয়ার) সময় অবশ্যই আপনার সম্পদ জনগণের জন্য ছেড়ে দিতে হবে ।’’