নয়াদিল্লি, 1 মে: রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দিল্লির প্রায় 100টি স্কুলে বোমাতঙ্কের হুমকি ই-মেল পেয়েছে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, ভুয়ো হুমকি পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাঁচটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে ৷ এগুলি হল ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, চাণক্যপুরির সংস্কৃতি স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল এবং সাকেতের অ্যামিটি স্কুল ৷ স্থানীয় থানায় বোমাতঙ্কের হুমকি ই-মেল পাওয়ার বিষয়টি জানানোর পরই স্কুলগুলি খালি করে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বোমা শনাক্তকারী দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকদের স্কুলগুলিতে পাঠানো হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
আরও স্কুলে একই ধরনের হুমকি ই-মেল এসেছে বলে জানা যাচ্ছে ৷ সন্দেহ করা হচ্ছে, এর পিছনে একজন ব্যক্তিই রয়েছেন ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল-সহ নিরাপত্তা সংস্থাগুলি ই-মেলের উৎস খুঁজছে ৷