পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাম্পদের অতিথি, শপথ অনুষ্ঠানে থাকবেন অম্বানি দম্পতি - MUKESH AND NITA AMBANI

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ৷ ওয়াশিংটনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মুকেশ অম্বানি ও তাঁর স্ত্রী নীতা ৷

Mukesh Ambani and Nita Ambani with President Elect Donald Trump
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুকেশ অম্বানি ও নীতা অম্বানি (ছবি সৌজন্য: অম্বানি আপডেট শীর্ষক ইনস্টা অ্যাকাউন্ট)

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 7:12 PM IST

ওয়াশিংটন, 19 জানুয়ারি: ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুকেশ অম্বানি এবং তাঁর স্ত্রী নীতা ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে 'ট্রাম্প ন্যাশনাল স্টার্লিং'-এ ক্যান্ডেললিট ডিনারও সেরে ফেলেছেন তাঁরা ৷ সূত্রের খবর, 18 জানুয়ারি সন্ধ্যায় এই অনুষ্ঠানে বাছাই করা একশো জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ৷

20 জানুয়ারি ভারতীয় সময় সোমবার দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প ৷ দেশে-বিদেশের তাবড় রাষ্ট্রনেতা থেকে শুরু করে ধনকুবেররা এই অনুষ্ঠানে হাজির হবেন ৷ তার আগে আমেরিকার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ৷ এরপরই ডিনারের আয়োজন হয়। তাঁর এই ক্যান্ডেললিট ডিনারে উপস্থিত ছিলেন নির্বাচিত উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স এবং হবু দ্বিতীয় ফার্স্ট লেডি ঊষা ভান্স ৷

এই ডিনারে সম্ভবত একমাত্র ভারতীয় হিসাবে উপস্থিত ছিলেন অম্বানি দম্পতিই ৷ ট্রাম্প পরিবারের তরফে ব্যক্তিগত অতিথি হিসাবে 20 তারিখের শপথ অনুষ্ঠানেও হাজির থাকবেন অনিল-নীতা ৷ এই বিষয়ে আরও জানতে রিয়্যালেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-কে মেল করেছিল সংবাদসংস্থা পিটিআই ৷ এই কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি ৷ কিন্তু মেইলের কোনও উত্তর আসেনি ৷

অম্বানিরা বরাবরই ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ ৷ 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একটি সম্মেলনে অংশ নিতে হায়দরাবাদে আসেন ৷ সেই সময় ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ধনকুবের অম্বানি ৷ ইভাঙ্কা ট্রাম্প সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ছিলেন ৷ এছাড়া 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শেষবার ভারত সফরে এসেছিলেন ট্রাম্প ৷ তখনও তাঁর সঙ্গে দেখা করেন মুকেশ অম্বানি ৷ অনুষ্ঠানে নীতা অম্বানি চিরাচরিত ভারতীয় পোশাক শাড়ি পরেছিলেন ৷ তার উপর টু-পিস কোটও পরেছিলেন ৷ তাঁদের এই ছবি ইনস্টাতে পোস্ট হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details