পুলওয়ামা, 11 এপ্রিল: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর মিলল জম্মু ও কাশ্মীরে ৷ সেখানকার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ফ্রাসিপোরা এলাকায় এই গুলির লড়াই শুরু হয় ৷
জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যেখানে ওই ঘটনা ঘটেছে, সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর এসেছিল ৷ সেই কারণেই সেনা ও পুলিশের যৌথবাহিনী সেখানে বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল বলে খবর এসেছিল, সেখানে যৌথবাহিনী পৌঁছেও যায় ৷ তখনই জঙ্গিদের তরফে আচমকাই গুলি চালানো শুরু হয় ৷ তখন জওয়ানরাও পালটা জবাব দিতে শুরু করে ৷
এই গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি ৷ তার পর গুলির লড়াই শেষ হয় ৷ ওই জঙ্গিকে সনাক্তকরণের কাজ শুরু হয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ এর চেয়ে বেশি তথ্য পুলিশ বা সেনার তরফে জানানো হয়নি ৷