পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি কেন্দ্রের, পশ্চিমবঙ্গে বাড়ল 13 টাকা - MGNREGS Wage Rates Revised

MGNREGS Wage Rates Revised: একশো দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার ৷ 4-10 শতাংশ মজুরি বৃদ্ধি করা হল ৷ এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলায় একশো দিনের কাজের দৈনিক মজুরি 13 টাকা বেড়ে 250 টাকা ৷

MGNREGS
MGNREGS

By PTI

Published : Mar 28, 2024, 5:42 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: একশো দিনের কাজের মজুরি সংশোধন করল কেন্দ্রীয় সরকার ৷ বিভিন্ন রাজ্যে 4 থেকে 10 শতাংশ হারে বৃদ্ধি করা হল দৈনিক মজুরি ৷ সবচেয়ে মজুরি হল হরিয়ানায় ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেখানকার শ্রমিকরা দৈনিক 374 টাকা পাবেন ৷ সবচেয়ে কম পাবেন অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড ৷ সেখানে দৈনিক 234 টাকা করে দেওয়া হবে শ্রমিকদের ৷ বিজ্ঞপ্তিতে আরও জানা গিয়েছে, সিকিমের তিনটি পঞ্চায়েত - জ্ঞাথাং, লাচুং ও লাচেনে এবার থেকে শ্রমিকরা দৈনিক 374 টাকা পাবেন ৷

তবে মজুরি বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে রয়েছে গোয়া৷ ওই রাজ্যে এই যোজনায় শ্রমিকদের দৈনিক মজুরি 34 টাকা বাড়ানো হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে বেড়েছে 28 টাকা ৷ এই বৃদ্ধির ফলে এখন থেকে গোয়ার শ্রমিকরা দৈনিক 356 টাকা ও অন্ধ্রপ্রদেশের শ্রমিকরা দৈনিক 300 টাকা মজুরি পাবেন ৷

সবচেয়ে কম মজুরি বৃদ্ধি করা হয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷ সেখানে সাত টাকা করে মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে ওই রাজ্যের জবকার্ড হোল্ডাররা এখন থেকে একশো দিনের কাজ করে দৈনিক 237 টাকা করে পাবেন ৷ অন্যদিকে বাংলায় এই বৃদ্ধির পরিমাণ 13 টাকা (পরিবর্তিত মজুরি 250 টাকা) ৷ তামিলনাড়ুতে বাড়ল 25 টাকা (পরিবর্তিত মজুরি 319 টাকা) ৷ তেলেঙ্গানায় এই বৃদ্ধির পরিমাণ 28 টাকা (পরিবর্তিত মজুরি 300 টাকা) ৷ বিহারে এই বৃদ্ধির পরিমাণ 17 টাকা (পরিবর্তিত মজুরি 228 টাকা) ৷

মজুরি বৃদ্ধির পরিমাণে নিরিখে হরিয়ানা শীর্ষে থাকলেও ওই রাজ্যে মাত্র চার শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক ও তেলেঙ্গানায় বৃদ্ধির হার 10 শতাংশ ৷

গতকাল 27 মার্চ এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৷ যেহেতু লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে, তাই নির্বাচন কমিশনের কাছে অনুমোদন নেওয়া হয় আগে ৷ তার পর তা জারি করা হয় ৷ এর আগে 2023 সালে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি করা হয়েছিল ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. কংগ্রেসের প্রতিশ্রুতির চেয়ে কম মজুরি বৃদ্ধি একশো দিনের কাজে, মোদি সরকারকে নিশানা জয়রামের
  2. একশো দিনের বকেয়া ইস্যুতে শ্বেতপত্র প্রকাশের দাবিতে মোদি সরকারকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details