নয়াদিল্লি, 28 মার্চ: একশো দিনের কাজের মজুরি সংশোধন করল কেন্দ্রীয় সরকার ৷ বিভিন্ন রাজ্যে 4 থেকে 10 শতাংশ হারে বৃদ্ধি করা হল দৈনিক মজুরি ৷ সবচেয়ে মজুরি হল হরিয়ানায় ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেখানকার শ্রমিকরা দৈনিক 374 টাকা পাবেন ৷ সবচেয়ে কম পাবেন অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড ৷ সেখানে দৈনিক 234 টাকা করে দেওয়া হবে শ্রমিকদের ৷ বিজ্ঞপ্তিতে আরও জানা গিয়েছে, সিকিমের তিনটি পঞ্চায়েত - জ্ঞাথাং, লাচুং ও লাচেনে এবার থেকে শ্রমিকরা দৈনিক 374 টাকা পাবেন ৷
তবে মজুরি বৃদ্ধির নিরিখে প্রথম স্থানে রয়েছে গোয়া৷ ওই রাজ্যে এই যোজনায় শ্রমিকদের দৈনিক মজুরি 34 টাকা বাড়ানো হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে বেড়েছে 28 টাকা ৷ এই বৃদ্ধির ফলে এখন থেকে গোয়ার শ্রমিকরা দৈনিক 356 টাকা ও অন্ধ্রপ্রদেশের শ্রমিকরা দৈনিক 300 টাকা মজুরি পাবেন ৷
সবচেয়ে কম মজুরি বৃদ্ধি করা হয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷ সেখানে সাত টাকা করে মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে ওই রাজ্যের জবকার্ড হোল্ডাররা এখন থেকে একশো দিনের কাজ করে দৈনিক 237 টাকা করে পাবেন ৷ অন্যদিকে বাংলায় এই বৃদ্ধির পরিমাণ 13 টাকা (পরিবর্তিত মজুরি 250 টাকা) ৷ তামিলনাড়ুতে বাড়ল 25 টাকা (পরিবর্তিত মজুরি 319 টাকা) ৷ তেলেঙ্গানায় এই বৃদ্ধির পরিমাণ 28 টাকা (পরিবর্তিত মজুরি 300 টাকা) ৷ বিহারে এই বৃদ্ধির পরিমাণ 17 টাকা (পরিবর্তিত মজুরি 228 টাকা) ৷