পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভগবান রামচন্দ্রের পায়ের কাছেই মৃত্যু হল ভক্ত হনুমানের, হরিয়ানার মঞ্চে প্রয়াত অভিনেতা - Ram

Death during Ramlila: ভক্ত হনুমান ভগবান রামচন্দ্রের পায়ের কাছে পড়ে রয়েছেন ৷ এই দৃশ্য মোহিত করে দিয়েছিল উপস্থিত দর্শকদের ৷ এদিকে ভক্ত হনুমানের আর ঘোর কাটছে না ৷ কিছুতেই উঠছেন না ৷ কী হল তাঁর ?

ETV Bharat
রামের পায়ের কাছেই মৃত্যু হনুমান চরিত্রে অভিনেতার

By PTI

Published : Jan 23, 2024, 8:45 PM IST

হরিয়ানায় রামলীলা অভিনয়ের সময় মঞ্চেই মৃত্যু হয় অভিনেতা হনুমানের

চণ্ডীগড়, 23 জানুয়ারি: ভগবান হনুমান হঠাৎ ভগবান রামের পায়ের কাছে পড়ে গেলেন ৷ খানিকক্ষণ তাঁর নিথর দেহ সেভাবেই পড়ে রইল ৷ এমন অভিনয় দেখে দর্শকরা হাততালি দিয়েই যাচ্ছেন ৷ এদিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হল ভক্ত হনুমানের ৷ সোমবার হরিয়ানার ভিওয়ানি জেলায় রামলীলা অভিনয়ের সময় এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ৷

ভগবান হনুমান সেজেছিলেন 62 বছর বয়সি হরিশ ৷ অভিনয়ের আগের মুহূর্তেও তিনি জানতেন না, এটাই তাঁর শেষ রামলীলা অভিনয় ৷ প্রয়াত অভিনেতা হরিশের ছেলে সুমংশ ফোনে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সোমবার, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন হরিয়ানার বিভিন্ন জায়গায় রামলীলা অভিনয়ের আয়োজন করা হয় ৷ এমনই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রৌঢ় হরিশ ৷ তিনি ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করছিলেন ৷

এদিকে রামলীলায় একটি দৃশ্যে ভগবান হনুমান ভগবান রামের পায়ে মাথা নত করবেন ৷ অভিনয়ে এমন একটি দৃশ্য ছিল ৷ এই দৃশ্যটি অভিনয় করার সময় হরিশ ভগবান রামের পায়ের কাছে পড়ে যান ৷ এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে গান বেজে ওঠে ৷ দর্শকরা দেখেন ভক্ত হনুমান ভগবান রামের পায়ে লুটিয়ে পড়েছেন ৷ আর এমন দৃশ্যে বিভোর হয়ে যান উপস্থিত দর্শকরা ৷

সবাই তখন ভাবছে, ভগবান হনুমানের চরিত্রে বিগত 25 বছর ধরে অভিনয় করছেন হরিশ ৷ তিনি হয়তো এই দৃশ্যে ভগবান রামের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন ৷ দর্শকরা হাততালি দিতে থাকেন ৷ এদিকে হরিশ আর উঠছেন না ৷ তখন সন্দেহ জাগে ৷ পরে বোঝা যায়, হরিশ হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁকে তাঁর সাজসজ্জা সমেত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা জানান, হরিশের মৃত্যু হয়েছে ৷

নিউ বাসুকীনাথ রামলীলা কমিটির প্রধান সঞ্জয় পানওয়ার জানান, সবাই এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ৷ পানওয়ার বলেন, "কিছুক্ষণের জন্য সবাই ভেবেছিল হরিশজি ভগবানের আশীর্বাদ নিচ্ছেন ৷ কিন্তু তিনি ওঠেননি ৷ এরপর আমরা বুঝতে পারি, আসলে কী হয়েছে ৷ মঞ্চেই তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করি ৷ কিন্তু তিনি কোনও সাড়া দেননি ৷ তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই ৷ কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
  2. রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় অংশগ্রহণ ঐশ্বরিক অভিজ্ঞতা, বলছেন 15 যজমান দম্পতি
  3. রাম মন্দির উদ্বোধনে মোদি, রইল কিছু বিশেষ মুহূর্তের ছবি

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details