পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাস কন্ডাক্টরকে ছুরির কোপ যাত্রীর, গ্রেফতার যুবক - Man stabs Bengaluru bus conductor - MAN STABS BENGALURU BUS CONDUCTOR

Man stabbing bus conductor in Bengaluru: বেঙ্গালুরুতে BMTC বাস কন্ডাক্টরকে ছুরি দিয়ে এলোপাতারি কোপাল যুবক ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে ৷

man stabbing bus conductor
বাস কন্ডাক্টরকে ছুরির কোপ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 7:07 PM IST

বেঙ্গালুরু, 2 অক্টোবর: ভিড় বাসে আচমকা কন্ডাক্টরের উপর ছুরি দিয়ে হামলা ৷ সকলের সামনেই এলোপাতারি কন্ডাক্টরকে কোপাল এক যুবক ৷ BMTC বাসের এক কন্ডাক্টরকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে এক যুবককে হোয়াইটফিল্ড স্টেশনের পুলিশ গ্রেফতার করেছে। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই যুবকের নাম হরি সিনহা বলে জানা গিয়েছে ৷

মঙ্গলবার আইটিপিএল বাস স্ট্যান্ডের কাছে হোয়াইটফিল্ড ইউনিটের বিএমটিসি ভলভো বাস কন্ডাক্টরের উপর ছুরি দিয়ে হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনার পর বাসের জানালা ভেঙে ছুরি দেখিয়ে অন্য়ান্য যাত্রীদেরও ভয় দেখায় ওই যুবক ৷ ভয়ে বাস থেকে নেমে পড়েন অন্য যাত্রীরা। পুলিশ জানিয়েছে, হরি সিনহা নামে ওই যুবক বিকম গ্র্যাজুয়েট ৷

একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অফিসের ম্যানেজারকে হুমকি দেওয়া জন্যই অভিযুক্ত ছুরি নিয়ে যায়। বাসে অফিস যাওয়ার পথেই বাস কন্ডাক্টর যোগেশের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয় ৷ বাসের ফুট বোর্ডে দাঁড়িয়ে থাকা অভিযুক্তকে প্রশ্ন করার জেরে পাল্টা সে কন্ডাক্টরকে ছুরি গিয়ে আঘাত করে ৷ গোটা ঘটনা পুলিশকে জানান হরি।

হোয়াইটফিল্ড পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আহত বাস কডাক্টরকে হোয়াইটফিল্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি এখন আশঙ্কামুক্ত। বাসের সিসিটিভিতে দেখা গিয়েছে, অভিযুক্ত ভিড় বাসে যথারীতি শান্তভাবে বসে ছিলেন। বাসটি যখন স্টপেজের কাছে আসার সময়ই, কন্ডাক্টর যোগেশ যাত্রীদের এগিয়ে আসার জন্য চিৎকার করতে থাকে। সদ্য চাকরি হারানোয় ক্ষুব্ধ অভিযুক্ত এরপরই কন্ডাক্টরের ওপর হামলা চালায় ৷ ক্যামেরায় ধরা পড়েছে, ওই যুবক সিট থেকে উঠে ব্যাগে রাখা ছুরি বের করে দ্রুত এগিয়ে গিয়ে বাস কন্ডাক্টরের উপর হামলা চালায় ৷

বাস কন্ডাক্টরকে ছুরি দিয়ে হামলা করায় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন ৷ সব যাত্রী নামার পর চালক বাসের দরজা বন্ধ করে দেন। সিসিটিভিতে ধরা পড়ে অভিযুক্ত ব্যাগে থাকা হাতুড়ি দিয়ে বাসের কাচ ভেঙে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ABOUT THE AUTHOR

...view details