পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

Lal Krishna Advani: ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি ৷ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের নেপথ্যে প্রাক্তন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানির ভূমিকা আজও স্মরণীয় ৷ বর্ষীয়ান বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
লালকৃষ্ণ আদবানি

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 11:46 AM IST

Updated : Feb 3, 2024, 3:39 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি:দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সহ-প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানিকে ৷ এই সংবাদে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "শ্রী লালকৃষ্ণ আদবানিজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে ৷ এই খবর সবাইকে জানাতে পেরে আমি খুব আনন্দিত ৷ আমি তাঁকেও এই সংবাদ দিয়েছি ৷ এই সম্মান দেওয়া নিয়ে শুভেচ্ছাও জানিয়েছি ৷ আমাদের সময়ের অন্যতম শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ এই ভারতের উন্নয়নে তাঁর ভূমিকা অবিস্মরণীয় ৷ দেশের সেবায় তিনি উপ-প্রধানমন্ত্রী হয়ে একেবারে তৃণমূল স্তর থেকে কাজ শুরু করেছেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য-সম্প্রচার মন্ত্রী হিসেবেও তিনি পৃথকভাবেই নিজের স্বকীয়তা আমাদের কাছে তুলে ধরেছিলেন ৷ সংসদীয় বিষয়েও তিনি দূরদর্শী ছিলেন, তাঁর ভাবনাচিন্তা অত্যন্ত সমৃদ্ধ ছিল ৷"

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের নেপথ্যে প্রাক্তন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানির ভূমিকা আজও স্মরণীয় ৷ 1990 সালের 25 সেপ্টেম্বরের রোদ ঝকঝকে দিনে গুজরাতের সোমনাথ থেকে সুসজ্জিত টয়োটা গাড়ি নিয়ে রাম রথ যাত্রা শুরু করেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ ৷ পাশে ছিলেন প্রমোদ মহাজন ৷ ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রায় 1 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছনোর কথা ছিল ৷ তা হয়নি ৷ বিহারের সমস্তিপুরে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব আদবানিকে গ্রেফতারের নির্দেশ দেন ৷ সেটাই ছিল রামজন্মভূমি আন্দোলনের প্রথম যাত্রা ৷ এরপর কেন্দ্রের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জোট সরকার থেকে সরে আসে বিজেপি। সরকার পড়ে যায়। শুধু তাই নয়, ঠিক এভাবেই রাম মন্দির এবং তাকে ঘিরে হওয়া রথ যাত্রা ভারতীয় রাজনীতিতে বারবার নাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:

  1. নীতীশ-লালু-রামবিলাসের রাজনৈতিক গুরু, 'জননায়ক' কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন
  2. রথ থেমেছিল, আন্দোলন নয়! মন্দির উদ্বোধনের আগে স্মৃতিতে ডুব আদবানির
  3. দীর্ঘ অপেক্ষার পর পদ্মশ্রী, 'লোকসঙ্গীত যে আজও ব্রাত্য'; যন্ত্রণার কথাই জানালেন রতন কাহার
Last Updated : Feb 3, 2024, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details