নয়াদিল্লি, 27 জুন: লোকসভার অধ্যক্ষ জরুরি অবস্থার বিষয়টি চাইলে এড়িয়ে যেতে পারতেন ৷ বৃহস্পতিবার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে তাঁর এই ক্ষোভের কথা জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ অধ্যক্ষের আসনে বসে এই ধরনের রাজনৈতিক প্রসঙ্গ উত্থাপন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ ৷ এনিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চিঠিও দিয়েছেন অধ্যক্ষকে ৷
বুধবার ধ্বনিভোটের মাধ্যমে বিজেপি সাংসদ ওম বিড়লাকে নির্বাচিত করা হয় ৷ এদিন অধিবেশনে তাঁর প্রথম দিনেই তিনি 1975 সালের জরুরি অবস্থা নিয়ে নিন্দা প্রস্তাব রাখেন এবং তা পড়ে শোনান ৷ 49 বছর আগে 25 জুন তারিখে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি দেশজুড়ে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা আরোপ করেছিলেন ৷ সংসদে এই বিতর্কিত ঘটনার নিন্দা করে সুকৌশলে কংগ্রেসকে তুলোধনা করেছে বিজেপি সরকার, মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷
26 জুন লোকসভা অধিবেশনে জরুরি অবস্থার কথা কেন বললেন অধ্যক্ষ ওম বিড়লা ? এর সমর্থনে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, "26 জুন ভোরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি মন্ত্রিসভার বৈঠক ডাকেন ৷ সেই বৈঠকেই জরুরি অবস্থার প্রস্তাব পাশ হয় ৷" তাই এদিন লোকসভায় এর নিন্দা প্রস্তাব পড়ে শুনিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা ৷