কোচি, 8 জানুয়ারি: মহিলার শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করলে তা যৌন হেনস্তার সমান অপরাধ ৷ এই মন্তব্যের জন্য বক্তা দোষী সাব্যস্ত হতে পারে ৷ তার শাস্তিও হতে পারে ৷ সোমবার একটি মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি এ বদরুদ্দিন ৷
কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ-এর (কেএসইবি) এক প্রাক্তন কর্মী আদালতে আপিল করেছিলেন, একই প্রতিষ্ঠানের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্তার মামলা দায়ের করেছে, তা খারিজ করা হোক ৷ সেই আবেদন বাতিল করে কেরল হাইকোর্ট আজ এই রায় দিয়েছে ৷
ওই মহিলা অভিযোগ করেন, 2013 সাল থেকে পুরুষ সহকর্মী তাঁর বিরুদ্ধে কুৎসিত ভাষা ব্যবহার করতে থাকেন ৷ 2016-17 সালে তিনি আপত্তিকর মেসেজ এবং ভয়েস কল করতে থাকেন ৷ কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ, এমনকী পুলিশের কাছেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে ৷ তারপরেও এই কাজকর্ম চলতে থাকে বলে দাবি করেন অভিযোগকারী ৷