নয়াদিল্লি, 18 ডিসেম্বর: মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকারকে 120 কোটি টাকা মকুব করার কথা জানাল কেরল হাইকোর্ট ৷ 30 জুলাই ওয়েনাড়ের ভূমিধসে ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যে ত্রাণকার্য চালিয়েছে তার জন্য কেরল সরকারকে কোটি কোটি টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র ৷ শুধু ওয়েনাড় নয়, 2006 সাল থেকে কেরলের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বায়ুসেনা, এসডিআরএফ যে ত্রাণ কার্য চালিয়েছে তাতে সব মিলিয়ে কেরল সরকারকে 132.61 কোটি টাকার বিল ধরিয়েছে বিজেপি সরকার ৷
এই বিল রাজ্যের কাছে এমন সময় এসেছে, যখন বারংবার কেরল সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ চেয়ে দরবার করছে ৷ চলতি বছরের ভয়াবহ ভূমিধসে ওয়েনাড়ে তিনটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷ নদী গতিপথ বদলে ফেলেছে ৷ বহু মানুষ ঘরবাড়ি, পরিবার সব হারিয়ে কার্যত পথে বসেছে ৷ শীতকালীন অধিবেশনে ওয়েনাড়ের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি অন্য সাংসদদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 2 হাজার কোটি টাকার অর্থ সাহায্যের আর্জি জানিয়েছেন ৷
এমন সময় এই বিল পেয়ে স্তম্ভিত কেরলের অর্থ মন্ত্রী কেএন বালাগোপাল ৷ গত রবিবার, 15 ডিসেম্বর কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, "সরকার ক্ষতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে ৷" অন্যদিকে কেরলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "সব রাজ্য সরকারই নিয়মিত উদ্ধার কার্যের জন্য ভারতীয় বায়ুসেনার বকেয়া মিটিয়ে দেয় ৷ "
22 অক্টোবর তারিখে 'সেটলমেন্ট অফ আউটস্ট্যান্ডিং এয়ারলিফ্ট চার্জেস' শীর্ষক চিঠিটি তৎকালীন মুখ্যসচিব ভি ভেনুর কার্যালয় গ্রহণ করে 2 নভেম্বর ৷ এই বিলে 2018 সালের বন্যায় উদ্ধারকার্য থেকে শুরু করে ওয়েনাড়ের ভূমিধসে বায়ুসেনার উদ্ধার অভিযানের জন্য 13 কোটিরও বেশি টাকা ধার্য করা হয়েছে, যা কেরলের পিনারাই বিজয়ন সরকার কেন্দ্রকে দিতে পারেনি ৷