পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

3 জনকে পিষে দিল বিজেপির ব্রিজ ভূষণের ছেলের কনভয়, গ্রেফতার চালক - Hit and Run Case - HIT AND RUN CASE

Karan Bhushan Singh: ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং এবার কায়সেরগঞ্জ লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ৷ আজ সেই করণ সিংয়ের কনভয়ে চাপা পড়ে মৃত্যু হল এক কিশোর-সহ দু’জনের ৷ আরও একজন এই ঘটনায় আহত হয়েছেন ৷

Karan Bhushan Singh
করণ ভূষণ সিং ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 3:17 PM IST

Updated : May 29, 2024, 4:53 PM IST

গোন্ডা (উত্তরপ্রদেশ), 29 মে: ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ছেলে তথা কায়সেরগঞ্জের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয় দু’জনকে পিষে দিয়ে চলে গেল ৷ সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে 17 বছরের এক নাবালক রয়েছে ৷ আরেক জনের বয়স 20 বছর ৷ ঘটনায় বছর 60’র এক বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ কনভয়ের যে গাড়িতে ঘটনাটি ঘটেছে, তার চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশের তরফে জানান হয়েছে, ঘাতক গাড়ির চালক তার নিয়ন্ত্র হারিয়ে ফেলেন ৷ তার পরেই একটি স্কুলের সামনে গিয়ে বাইকে সওয়ার রেহান খান (17) এবং শেহজাদ খান (20)-কে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান, দু’জনে ৷ এই ঘটনায় রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়া সীতা দেবী নামে 60 বছরের এক বৃদ্ধাকেও ধাক্কা মারে করণ ভূষণ সিংয়ের কনভয় ৷ গোন্ডা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাধে শ্যাম রাই জানিয়েছেন, কায়সেরগঞ্জের বিজেপি প্রার্থীর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণহানির ঘটনায় চালক লবকুশ শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যে গাড়িটি ওই তিন জনকে ধাক্কা মেরেছে সেটি করণ ভূষণ সিংয়ের কনভয়ে ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে চালক গাড়িটিকে ফেলে রেখে পালিয়ে যায় ৷ এমনকি কায়সেরগঞ্জের বিজেপি প্রার্থী নিজের গাড়ি থেকেও নামেননি বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা ৷

এই ঘটনার জেরে স্থানীয় এবং মৃতদের পরিবার রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে ৷ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় ৷ স্থানীয় কেরনালগঞ্জ থানার পুলিশ এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ তাঁরা অভিযুক্তদের গ্রেফতারির আশ্বাস দিলে অবরোধ ওঠে ৷ তবে, পুলিশ এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করে, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ উল্লেখ্য, ব্রিজ ভূষণ শরণ সিং-কে এই নির্বাচনে কায়সেরগঞ্জ থেকে প্রার্থী করেনি বিজেপি ৷ ব্রিজ ভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় বিতর্ক এড়াতেই তাঁকে টিকিট না দিয়ে ছেলে করণকে কায়সেরগঞ্জ থেকে প্রার্থী করে বিজেপি ৷

Last Updated : May 29, 2024, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details